জয় দিয়ে শুরু শাকিবের কলকাতার
ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) শুরুটা দারুণ হলো কলকাতা নাইট রাইডার্সের। সানরাইজার্স হায়দরাবাদকে হারিয়ে আইপিএল মিশন শুরু করলো তারা। দলের দারুণ শুরু হলেও সাকিব আল হাসান ছিলেন সাদামাটা। বাংলাদেশের বাঁহাতি এই অলরাউন্ডার শেষের দিকে নেমে ৫ বলে করেন ৩ রান। পরে বল হাতেও চেনা ছন্দে পাওয়া যায়নি তাকে। ৪ ওভারে ৩৪ রান খরচায় ১ উইকেট নেন সাকিব।
শনিবার চেন্নাইয়ে নিজেদের প্রথম ম্যাচে হায়দরাবাদকে ১০ রানে হারিয়েছে কলকাতা। টস হেরে আগে ব্যাটিং করে ৬ উইকেটে ১৮৭ রান তোলে সাকিবদের দল কলকাতা। নিতিশ রানা ৮০ রানের অসাধারণ ইনিংস খেলেন। ঝড়ো ইনিংস খেলেন রাহুল ত্রিপাঠি ও দীনেশ কার্তিক। জবাবে জনি বেয়ারস্টো ও মনিষ পান্ডের হাফ সেঞ্চুরির পরও ১৭৭ রানে থামে হায়দরাবাদের ইনিংস।
বড় লক্ষ্যে ব্যাটিং করতে নেমে শুরুটা মোটেও ভালো করতে পারেনি হায়দরাবাদ। ১০ রানের মধ্যেই হায়দরাবাদের ২টি উইকেট তুলে নেয় কলকাতা। শুরুটা করেন প্রাসিদ কৃষ্ণ। ডানহাতি এই পেসার ফিরিয়ে দেন হায়দরাবাদের অধিনায়ক ডেভিড ওয়ার্নারকে।
পরের ওভার করতে এসে ছোবল বসান সাকিব। তার শিকার ঋদ্ধিমান সাহা। স্টাম্পের বেশ বাইরের ডেলিভারি খেলতে গিয়ে ইনসাইড এজ হন ঋদ্ধিমান, ভেঙে যায় তার স্টাম্প। প্রথম ওভারটি দারুণ করেন সাকিব। মাত্র ১ রান খরচায় একটি উইকেট নেন তিনি।
দ্বিতীয় ওভারটি অবশ্য ভালো যায়নি সাকিবের। এই ওভারে তার খরচা ১২ রান। এখান থেকেই জনি বেয়ারস্টোর দাপুটে ব্যাটিংয়ের শুরু। মনিষ পান্ডেকে নিয়ে এগোতে থাকেন ইংলিশ এই ব্যাটসম্যান। তৃতীয় উইকেটে ৯০ রানের জুটি গড়েন এ দুজন। এ সময় মারকুটে ব্যাটিংয়ে হাফ সেঞ্চুরি পূর্ণ করেন বেয়ারস্টো।
৪০ বলে ৫টি চার ও ৩টি ছক্কায় বেয়ারস্টো ৫৫ রান করে আউট হলে হায়দরাবাদের রান তোলার গতি কমে যায়। হাফ সেঞ্চুরি করা মনিষ পান্ডের সঙ্গে তাল মিলিয়ে বেশি পথ এগোতে পারেননি মোহাম্মদ নবী। আফগান এই অলরাউন্ডার ১৪ রান করে আউট হন। কিছুক্ষণ পর বিদায় নেন ১১ রান করা বিজয় শঙ্করও।
শেষ পর্যন্ত চেষ্টা করে গেছেন মনিষ পান্ডে। কিন্তু ডানহাতি এই ব্যাটসম্যান পারেননি দলকে জয়ের বন্দরে নিয়ে যেতে। ৪৪ বলে ২টি চার ও ৩টি ছক্কায় ৬১ রানে অপরাজিত থাকেন তিনি। শেষের দিকে ঝড় তুলে আশা জাগান আবদুল সামাদ। ভারতীয় এই ব্যাটসম্যানও পারেননি দলের মুখে হাসি ফোটাতে। ৮ বলে ২টি ছক্কায় ১৯ রান করেন তিনি। কলকাতার প্রাসিদ কৃষ্ণ ২টি উইকেট নেন। এ ছাড়া প্যাট কামিন্স ও আন্দ্রে রাসেল একটি করে উইকেট পান।
এরআগে ব্যাটিংয়ে নেমে দলকে দারুণ সূচনা এনে দেন কলকাতার দুই ওপেনার নিতিশ রানা ও শুভমান গিল। ৭ ওভারে উদ্বোধনী জুটিতে ৫৩ রান যোগ করেন এই দুজন। শুভমান ১৩ রান করে ফিরলেও রানা দাপটের সঙ্গে ব্যাট চালিয়ে যেতে থাকেন নিতিশ। এরপর যোগ দেন রাহুল ত্রিপাঠি। এই জুটিতে ১৪৬ রানে পৌঁছে যায় কলকাতা।
ত্রিপাঠির বিদায়ে ভাঙে এই জুটি। ২৯ বলে ৫টি চার ও ২টি ছক্কায় ৫৩ রানের ঝড়ো ইনিংস খেলে আউট হন ডানহাতি এই ব্যাটসম্যান। এরপর হঠাৎ-ই এলোমেলো হয়ে পড়ে কলকাতার ইনিংস। দ্রুতই ফিরে যান আন্দ্রে রাসেল। কিছুক্ষণ পর ফেরেন ৫৬ বলে ৯টি চার ও ৪টি ছক্কায় ৮০ রান করা নিতিশ রানা।
অধিনায়ক ইয়ইন মরগানও ব্যাট চালাতে পারেননি। ২ রান করেই থামেন তিনি। শেষের দিকে রান বাড়িয়েছেন দীনেশ কার্তিক। ৯ বলে ২টি চার ও একটি ছক্কায় অপরাজিত ২২ রান করেন উইকেটরক্ষক এই ব্যাটসম্যান।
কার্তিকের সঙ্গে ব্যাটিং করা সাকিব ব্যাট হাতে খুব একটা সুবিধা করতে পারেননি। ৫ বলে করেন ৩ রান। শেষ বলে ছক্কা মারতে গিয়ে ক্যাচ তুলে আউট হন বাংলাদেশ অলরাউন্ডার। হায়দরাবাদের দুই আফগান স্পিনার মোহাম্মদ নবী ও রশিদ খান ২টি করে উইকেট নেন।
প্রকৌশল নিউজ/এমএস