শচীন টেন্ডুলকার করোনায় আক্রান্ত, হাসপাতালে ভর্তি


প্রকৌশল নিউজ ডেস্ক :
শচীন টেন্ডুলকার করোনায় আক্রান্ত, হাসপাতালে ভর্তি
  • Font increase
  • Font Decrease

করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ভারতীয় ক্রিকেটের কিংবদন্তি খেলোয়াড় শচীন টেন্ডুলকার। তাকে মুম্বাইয়ের একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আন্তর্জাতিক বার্তা সংস্থা রয়টার্স তাদের সংবাদে জানিয়েছে, শুক্রবার নিজেই এক টুইট বার্তায় শচীন তার হাসপাতালে ভর্তি হওয়ার তথ্য নিশ্চিত করেছেন।

শচীন টেন্ডুলকার জানিয়েছেন, চিকিৎসকের পরামর্শে অতিরিক্ত সতর্কতার অংশ হিসেবে মুম্বাইয়ের একটি হাসপাতালে ভর্তির সিদ্ধান্ত নেন তিনি। আগামী কয়েকদিনের মধ্যেই হাসপাতাল থেকে সুস্থ হয়ে ফিরে আসবেন বলে আশা প্রকাশ করেছেন এই ব্যাটিং কিংবদন্তি।

এর আগে গত ২৭ মার্চ ৪৭ বছর বয়সী শচীনের করোনা সংক্রমণ হওয়ার বিষয়টি জানা যায়। ওইদিন টুইটারে তিনি জানান, করোনা পজিটিভ হয়েছেন তিনি। তার শরীরে মৃদু উপসর্গ আছে। নিজ বাড়িতে কোয়ারেন্টিনে আছেন।  

প্রকৌশল নিউজ/এমআর