মহান স্বাধীনতা দিবস হ্যান্ডবল প্রতিযোগিতায় বিজিবি চ্যাম্পিয়ন
মহান স্বাধীনতা দিবস হ্যান্ডবল প্রতিযোগিতা-২০২১ এর ফাইনালে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে।
আজ সোমবার শহীদ ক্যাপ্টেন এম মনসুর আলী হ্যান্ডবল স্টেডিয়াম পল্টন, ঢাকায় বর্ডার গার্ড বাংলাদেশ বনাম বাংলাদেশ পুলিশ হ্যান্ডবল ক্লাব এর মধ্যে স্বাধীনতা দিবস হ্যান্ডবল প্রতিযোগিতা-২০২১ এর ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়।
উক্ত খেলায় বিজিবি ৩৯-২৫ গোলের ব্যবধানে বাংলাদেশ পুলিশ হ্যান্ডবল ক্লাবকে হারিয়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। চ্যাম্পিয়ন দলের পক্ষে বিজিবি’র ল্যান্স নায়েক সাগর সর্বোচ্চ ১৩টি গোল করেন। প্রতিযোগিতায় বিজিবি’র ল্যান্স নায়েক মেহেদী হাসান টুর্ণামেন্টের সেরা খেলোয়াড় হিসেবে নির্বাচিত হয়।
গত ১৪ মার্চ ২০২১ তারিখ থেকে শুরু হওয়া স্বাধীনতা দিবস হ্যান্ডবল প্রতিযোগিতা ২০২১ এ গ্রুপ পর্বে সবগুলো খেলায় জয়লাভ করে বিজিবি অপরাজিত গ্রুপ চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। ২১ মার্চ টুর্ণামেন্টের গ্রুপ চ্যাম্পিয়ন বিজিবি এবং গ্রুপ রানার আপ বাংলাদেশ পুলিশ এর মধ্যে ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়।
উল্লেখ্য, বাংলাদেশে হ্যান্ডবলের জন্মলগ্ন থেকে বিজিবি জাতীয় পর্যায়ে নিয়মিত চ্যাম্পিয়ন হয়ে আসছে। ১৯৮৩ সাল থেকে ২০২১ পর্যন্ত বিজিবি ২৯টি জাতীয় প্রতিযোগিতায় অংশগ্রহণ করে ২৮ বার চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে। আরও উল্লেখ্য যে, বর্তমানে বাংলদেশ জাতীয় হ্যান্ডবল দলের নিয়মিত ০৯ জন খেলোয়াড় বিজিবি দলে রয়েছে।
প্রকৌশল নিউজ/এমআরএস