তামিমা সমন্ধে কেউ বাজে কথা বললে অ্যাকশন নেবো : নাসির


প্রকৌশল প্রতিবেদক :
তামিমা সমন্ধে কেউ বাজে কথা বললে অ্যাকশন নেবো : নাসির
  • Font increase
  • Font Decrease

সদ্য বিবাহিত স্ত্রী তামিমা তাম্মি সমন্ধে কেউ বাজে কথা বললে অ্যাকশন নিবেন বলে হুঁশিয়ারি উচ্চারণ করেছেন বহুল আলোচিত ও সমালোচিত ক্রিকেটার নাসির হোসেন। তিনি বলেছেন, ‘ও আগে তামিমা ছিলো, এখনতো আমার ওয়াইফ। আমার ওয়াইফকে বলা মানে আমাকে বলা। রাকিব সাহেব বা অন্য যেকোন মানুষ হোক, আমার ওয়াইফ সমন্ধে বাজে কথা বললে আমি তার বিরুদ্ধে অ্যাকশন নেবো।’

বুধবার (২৪ জানুয়ারি) উদ্ভুত ইস্যুতে বনানীর একটি হোটেলে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি। এসময় তার সঙ্গে স্ত্রী তামিমা তাম্মি ও তার আইনজীবি উপস্থিত ছিলেন।

নাসির হোসেন বলেন, ‘আমি ন্যাশনাল টিমের প্লেয়ার। আমাকে মানুষ ভালোবাসে আবার গালগালিও করে সেটা আমি মেনে নিতে পারি। কিন্তু তামিমা এই কালচারের না। তো ওর জন্য এটা অনেক ডিফিকাল্ট। তো ওকে নিয়ে যেসব কথাবার্তা হচ্ছে সোস্যাল মিডিয়ায়। যেসব হেড লাইন হচ্ছে আমার মনে হয়না ও সেটা ভালোভাবে নিতে পারবে।’

তিনি বলেন, ‘আমি যতটুকু বুঝি- আমি এক সেকেন্ডের জন্যও তামিমা থেকে কখনও আলাদা হইনি। কারণ আমার ভয় লাগতেছে- ও এখন যেকোন একটা রং ডিসিশন নিতে পারে।’

নাসির আরো বলেন, ‘আমি তামিমাকে সাড়ে চার বছর ধরে চিনি। আমি সব জেনেশুনেই তাকে বিয়ে করেছি।’

সংবাদ সম্মেলনের শুরুতে ২০১৭ সালে রাকিব-তামিমার একটি ডিভোর্স সার্টিফিকেট গণমাধ্যমকর্মীদের সামনে উপস্থাপন করেন নাসিরের আইনজীবি। এসময় তামিমা দাবি করেন তার স্বামী দাবি করা রাকিব হাসানের সমস্ত অভিযোগ মিথ্যা।

সংবাদ সম্মেলনটি একইসাথে সামাজিক যোগাযোগ মাধ্যমে লাইভ করা হয়। সেই লাইভে যুক্ত হন ১৪ হাজারেরো বেশি মানুষ। কমেন্ট বক্সে আসতে থাকে হাজারো বক্তব্য। বক্তব্যগুলোর বেশিরভাগই নেগিটিভ।

অনেকেই কমেন্ট করেন- ‘যেহেতু বাংলাদেশে বিবাহ নিবন্ধন ও তালাক নিবন্ধন ‘ডিজিটালাইজড’ নয় সেক্ষেত্রে কিছু টাকা খরচ করলে এরকম ডিভোর্স সার্টিফিকেট পাওয়া অসম্ভব কিছু নয়। তারা এতদিন সময়ক্ষেপন করেছেন এই সার্টিফিকেটটি বানানোর জন্য।’

প্রকৌশল নিউজ/এস