অনুর্ধ-১৯ মহিলা ফুটবল দলের খেলোয়াড় লাবনী আক্তার ও তার পরিবারের উপর সন্ত্রাসী হামলায় আটক ২ জন


প্রকৌশল নিউজ:
অনুর্ধ-১৯ মহিলা ফুটবল দলের খেলোয়াড় লাবনী আক্তার ও তার পরিবারের উপর সন্ত্রাসী হামলায় আটক ২ জন

পুলিশ সুপার বিপ্লব কুমার সরকার

  • Font increase
  • Font Decrease

বাংলাদেশ জাতীয় অনুর্ধ-১৯  মহিলা ফুটবল দলের খেলোয়াড়, রংপুর সদরের সদ্যপুস্করিনী ইউনিয়নের কৃতি সন্তান লাবনী আক্তার ও তার পরিবারের উপর জমিজমা সংক্রান্তের জের ধরে সন্ত্রাসী হামলা ও বাড়িঘর ভাংচুর 'র ঘটনায় দুই আসামি আলামিন ও আলমগীর কে আজ আটক করেছে সদর থানা পুলিশ। 


রংপুর জেলা মানবিক পুলিশ সুপার বিপ্লব কুমার সরকার  ও এ-সার্কেল আরিফ হাসান মহোদয়'র নির্দেশনায় রংপুর (সদর) কোতয়ালী থানার চৌকস পুলিশ অফিসার জাহাঙ্গীর আলম ও তার সঙ্গীয়ফোর্স অভিযান চালিয়ে শহরের মেডিকেল মোড় ও কাচারী বাজার এলাকা থেকে তাদের আটক করতে সক্ষম হয়।

পরে তাদের আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়। অন্যান্য আসামীদের গ্রেফতার করতে চেষ্টা চালিয়ে যাচ্ছেন সদর কোতয়ালী থানা পুলিশ। এদিকে আজ প্রধান দুই আসামি আলামিন ও আলমগীর নামে দু'জনকে গ্রেফতার করায় আইন প্রয়োগকারী সংস্থার সংশ্লিষ্ট সকলের প্রতি কৃতজ্ঞতা স্বীকার করেছেন অনুর্ধ ১৯ জাতীয় ফুটবল দলের কৃতি খেলোয়াড় লাবনী আক্তার ও তার পরিবারেরর লোকজন।


বর্তমানে লাবনীর বাবা ও ভাই আশংকাজনক অবস্থায় রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।