মিরাজের সেঞ্চুরিতে বড় সংগ্রহ বাংলাদেশের
টেস্টে মেহেদী হাসান মিরাজের প্রথম সেঞ্চুরিকে পুঁজি করে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে বড় সংগ্রহ করেছে বাংলাদেশ।
বৃহস্পতিবার চট্টগ্রামে সিরিজের ১ম টেস্টের ২য় দিন মিরাজের ১০৩ রানের উপর ভর করে প্রথম ইনিংস শেষে বাংলাদেশের সংগ্রহ সব উইকেট হারিয়ে ৪৩০ রান।
চট্টগ্রামে সিরিজের প্রথম টেস্টে খানিকটা আক্ষেপ নিয়ে প্রথমদিন শেষ করেছিল বাংলাদেশ। ব্যাটিং সহায়ক উইকেট পেয়েও সেট হয়ে বড় রান করতে পারেননি দলের টপ অর্ডারের ব্যাটসম্যানরা। বরং হারিয়ে বসে ৫ উইকেট। তবে দ্বিতীয়দিন আটে নেমে দারুণ এক সেঞ্চুরি করে সেই আক্ষেপ ঘুচিয়ে দিয়েছেন মেহেদি মিরাজ। তার ব্যাটে ভর করে প্রথম ইনিংসে ১৫০.২ ওভার ব্যাট করে ৪৩০ রান তুলেছে টাইগাররা।
প্রথম দিন ১৯৩ রানে ৫ উইকেট হারিয়ে চাপেই পড়ে গিয়েছিল স্বাগতিকরা। তবে দুই মিডল অর্ডার ব্যাটসম্যান সাকিব আল হাসান এবং লিটন দাস দিন শেষ করে দলকে স্বস্তি এনে দেন। বাংলাদেশ প্রথম দিন ৫ উইকেট হারিয়ে তোলে ২৪২ রান। কিন্তু শেষ বিকেলের স্বস্তিটা দ্বিতীয় দিনের শুরুতে ধরে রাখতে পারেনি রাসেল ডমিঙ্গোর শিষ্যরা। কারণ লিটন দাস ৩৮ রান করেই ফিরে যান।
এরপর সাকিবের সঙ্গে জুটি গড়েন মেহেদি মিরাজ। তাদের জুটি থেকে আসে ৬৭ রান। দীর্ঘ বিরতি দিয়ে ফেরা সাকিব ফিরে যান দলের পক্ষে দ্বিতীয় সর্বোচ্চ ৬৮ রান করে। পরের গল্পটা মিরাজের। শেষ ব্যাটসম্যান হিসেবে ১০৩ রান করে সীমানায় ক্যাচে পরিণত হয়ে ফেরেন তিনি। তার সঙ্গে ছোট ছোট জুটি গড়ে দলকে বড় সংগ্রহ এনে দেন তাইজুল ইসলাম (১৮) এবং নাঈম হাসান (২৪)।