শেষ মুহূর্তের গোলে চেলসির পরাজয়


প্রকৌশল নিউজ ডেস্ক:
শেষ মুহূর্তের গোলে চেলসির পরাজয়
  • Font increase
  • Font Decrease

গোলের খেলা ফুটবল। শেষ মিনিটেরও গোলেও হারের রেকর্ড নেহাত কম নেই সবথেকে জনপ্রিয় এই খেলায়। তেমনিই এক গোলে উলভারহ্যাম্পটনের কাছে হেরে গেলো চেলসি। 

ইংলিশ প্রিমিয়ার লিগে শেষ মুহূর্তের গোলে উলভারহ্যাম্পটনের বিপক্ষে ২-১ ব্যবধানে হারল চেলসি। এনিয়ে লিগে টানা দুই ম্যাচে হার দেখল ফ্রাঙ্ক ল্যাম্পার্ডের শিষ্যরা।

প্রতিপক্ষের মাঠে এদিন প্রথমার্ধ গোলশূন্য থাকার পর বিরতির ঠিক পরেই অলিভার জিরুদের গোলে লিড নেয় চেলসি। তবে ৬৬ মিনিটে দানিয়েল পোদেন্স ও নির্ধারিতর সময়ের পর যোগ করা সময়ে পেদ্রো নেতোর গোলে জয় নিয়ে মাঠ ছাড়ে উলভস খ্যাত দলটি।

লিগে ১৩ ম্যাচে তৃতীয় হারের স্বাদ পাওয়া চেলসি ২২ পয়েন্ট নিয়ে পঞ্চম স্থানে আছে। সমান ম্যাচে ছয় জয় ও দুই ড্রয়ে ২০ পয়েন্ট নিয়ে দশম স্থানে আছে উলভারহ্যাম্পটন। ১২ ম্যাচে ২৫ পয়েন্ট নিয়ে শীর্ষে টটেনহ্যাম।