বড় সংগ্রহের দিকে হাঁটছে ওয়েস্ট ইন্ডিজ


প্রকৌশল প্রতিবেদন:
বড় সংগ্রহের দিকে হাঁটছে  ওয়েস্ট ইন্ডিজ
  • Font increase
  • Font Decrease

চট্টগ্রামে অবিশ্বাস্য এক জয় তুলে নেওয়া ওয়েস্ট ইন্ডিজ দুই টেস্ট সিরিজে ১-০ তে এগিয়ে। ফলে সিরিজ হার এড়াতে জয়ের বিকল্প নেই বাংলাদেশের। সেই লক্ষ্য নিয়ে ঢাকা টেস্ট শুরু করা বাংলাদেশের প্রথম দিনটা খুব একটা খারাপ কাটেনি। অবশ্য খুব যে ভালো কেটেছে সেটাও বলার সুযোগ নেই। প্রথম দিনের খেলা শেষ হওয়ার আগে ৫ উইকেটে ২২৩ রান তুলেছে টস জিতে প্রথমে ব্যাটিং করতে নামা ওয়েস্ট ইন্ডিজ।

বৃহস্পতিবার (১১ ফেব্রুয়ারি) মিরপুরের শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে দিন শেষে ওয়েস্ট ইন্ডিজের পক্ষে ৭৪ রানে অপরাজিত এনক্রুমা বোনার। তার সঙ্গে ২২ রানে দিন শেষ করেছেন জেসুয়া ডি সিলভা।

প্রথম দিনের তিন সেশনকে আলাদা করে বিবেচনা করলে বলতে হবে প্রথম সেশন আর শেষ সেশন ওয়েস্ট ইন্ডিজের। মাঝখানের সেশনটি বাংলাদেশের। মাঝের সেশনে ৬২ রান খরচায় তিনটি উইকেট তুলে নিয়েছে মুমিনুল হক সৌরভের দল। প্রথম সেশনে ওয়েস্ট ইন্ডিজ তুলেছে ৮৪ রান, বাংলাদেশ পেয়েছে ১ উইকেট। শেষ সেশনে ওয়েস্ট ইন্ডিজ তুলেছে ৭৭ রান, বাংলাদেশ নিতে পেরেছে ১ উইকেট।

একাদশে তিন পরিবর্তন নিয়ে আজ ঢাকা টেস্ট খেলতে নেমেছিল বাংলাদেশ। ইনজুরিতে পড়া সাকিব আল হাসান ও সাদমান ইসলাম অনিকের জায়গায় সৌম্য সরকার ও মোহাম্মদ মিঠুনের বদলি অনেকটা অনুমিতই ছিল। চট্টগ্রাম টেস্টের দ্বিতীয় ইনিংসে অনুজ্জ্বল মোস্তাফিজুর রহমানের জায়গায়ও পরিবর্তন আনা হয়েছে। ফিজের বদলে মাঠে নামিয়ে দেওয়া হয় অপর পেসার আবু জায়েদ রাহিকে। প্রথম দিনে পরির্তনগুলো বড্ড কাজেই দিয়েছে। পতন হওয়া পাঁচ উইকেটের তিনটিই নিয়েছেন পরিবর্তিতরা! আবু জায়েদ রাহি দুটো, সৌম্য সরকার ১টি।

সংক্ষিপ্ত স্কোর:
ওয়েস্ট ইন্ডিজ প্রথম ইনিংস: ২২৩/৫, ৯০ ওভার (ব্রাফেট ৪৭, ক্যাম্পবেল ৩৬, বোনার ৭৪* ও সিলভা ২২*; রাহী ২/৪৬, তাইজুল ২/৬৪ ও সৌম্য ১/৩০)।

*প্রথম দিন শেষে