সিনিয়রদের ব্যর্থতায় বড় পরাজয় দিয়ে টি-টোয়েন্টি সিরিজ শুরু টাইগারদের
তিন ম্যাচ সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে নিউজিল্যান্ডের বিপক্ষে ৬৬ রানে হেরেছে বাংলাদেশ। কিউইদের দেয়া ২১১ রানের লক্ষ্যে ব্যাট করে ৮ উইকেটে ১৪৪ রান করতে সংক্ষম হয় মাহমুদুল্লাহ রিয়াদের দল।
আজ রোববার (২৮ মার্চ) হ্যামিলটনের সেডন পার্কে টস জিতে প্রথমে ব্যাট করে ডেভন কনওয়ে ও উইল ইয়োংয়ের আক্রমণাত্মক ব্যাটিংয়ে ৩ উইকেটে ২১০ রান তোলে নিউজিল্যান্ড।
পাওয়ার প্লের ৬ ওভারেই টপঅর্ডারের ৪ উইকেট হারায় বাংলাদেশ। এরপর আরও দুটি। ওপেনার মোহাম্মদ নাঈম ১৮ বলে ২৭ করলেও লিটন দাশ, সৌম্য সরকার, মোহাম্মদ মিঠুন, মাহমুদউল্লাহ রিয়াদ ও মেহেদি হাসান কিউই বোলার বিশেষ করে স্পিনার ইশ সোধির সামনে চূড়ান্ত ব্যর্থতার পরিচয় দিয়েছেন।
শেষদিকে সাইফউদ্দিনকে নিয়ে ৫৬ বলে ৬৩ রানের জুটি গড়ে ব্যবধান কিছুটা কমান আফিফ। লোকি ফার্গুসনের বলে আউট হওয়ার আগে ৩৩ বলে ৫টি চার ও একটি ছক্কায় সর্বোচ্চ ৪৫ রান করেন আফিফ। আর ৩৪ বলে ৩৪ রান করে অপরাজিত থাকেন সাইফউদ্দিন।
কিউই বোলারদের মধ্যে ৪টি উইকেট পান সোধি। ফার্গুসন ২ উইকেট নেন। এছাড়া টিম সাউদি ও হামিশ বেনেট একটি করে উইকেট দখল করেন।
এর আগে প্রথমে ব্যাট করা নিউজিল্যান্ড ডেভন কনওয়ের অপরাজিত ঝড়ো ৯২ ও উইল ইয়ংয়ের হাফসেঞ্চুরিতে নির্ধারিত ২০ ওভারে ৩ উইকেট হারিয়ে ২১০ রানের বিশাল সংগ্রহ দাঁড় করায়।
আগামী ৩০ মার্চ নেপিয়ারে দ্বিতীয় ম্যাচে মুখোমুখি হবে দুই দল। বাংলাদেশ সময় দুপুর ১২টায় শুরু হবে ম্যাচটি।
প্রকৌশল নিউজ /এমএস