লকডাউন : অনিশ্চিত দেশের ফুটবল


প্রকৌশল নিউজ :
লকডাউন : অনিশ্চিত দেশের ফুটবল
  • Font increase
  • Font Decrease

৩১ মার্চ মাঠে গড়িয়েছে নারী ফুটবল লিগ। সঙ্গে চলছে তৃতীয় বিভাগ ও বাংলাদেশ চ্যাম্পিয়নশিপ লিগ। ঢাকা আবাহনীর দেশের মাটিতে এএফসি কাপের প্লে-অফ খেলার কথা ১৪ এপ্রিল। বসুন্ধরা কিংস মে মাসে খেলবে এএফসি কাপের চূড়ান্ত পর্বে। ফলে লকডাউনে আটকে যেতে পারে দেশের ফুটবল।

বাফুফে সহ-সভাপতি ও মহানগরী ফুটবল লিগ কমিটির চেয়ারম্যান ইমরুল হাসান বলেন, ‘প্রজ্ঞাপনে অবশ্যই নির্দেশনা থাকবে। সেই নির্দেশনা মেনে খেলা আয়োজন গেলে তাহলে হবে। আর যদি সে রকম নির্দেশনা না থাকে তাহলে অবশ্যই স্থগিত রাখতে হবে।’

বাফুফে নির্বাহী সদস্য ও নারী ফুটবল লিগ কমিটির চেয়ারম্যান মাহফুজা আক্তার কিরণ জানান, ‘প্রজ্ঞাপনের আসার পর আমরা সিদ্ধান্ত নেব। সরকার লকডাউন দিলে আমরা খেলা স্থগিত রাখতে পারি। সরকারি নির্দেশনা তো মানতে হবে।’

শঙ্কায় পড়েছে বঙ্গবন্ধু বাংলাদেশ গেমসের ভবিষ্যৎও। যদিও আসর বন্ধ করার কোনো সিদ্ধান্ত এখনো নেয়নি বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশন (বিওএ)।

জাতীয় ক্রিকেট লিগ (এনসিএল) তো আগেই বন্ধ হয়ে গেছে। টুর্নামেন্টের অনেক ক্রিকেটার করোনায় আক্রান্ত। সংক্রমণের শঙ্কা বেড়ে যাওয়ায় এবং যোগাযোগ ব্যবস্থা বন্ধ থাকায় টুর্নামেন্ট স্থগিত করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

৪ এপ্রিল শুরু হবে বাংলাদেশ ইমার্জিং দল-দক্ষিণ আফ্রিকা ইমার্জিং নারী দলের মধ্যকার সিরিজ। ১২ এপ্রিল বাংলাদেশ সফরে আসবে পাকিস্তান অনূর্ধ্ব-১৯ ক্রিকেট টিম। লকডাউন ঘোষণায় দুদলের ক্রিকেট সফর এখন অনিশ্চয়তায় মধ্যে পড়ে গেল।

প্রকৌশল নিউজ/এমএস