শ্রীলঙ্কা সফরের প্রাথমিক দল ঘোষণা


প্রকৌশল নিউজ :
শ্রীলঙ্কা সফরের প্রাথমিক দল ঘোষণা

ফাইল ছবি

  • Font increase
  • Font Decrease

আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের আসন্ন শ্রীলঙ্কা সফরে জন্য ২১ সদস্যের প্রাথমিক স্কোয়াড ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। 

শুক্রবার দুই টেস্টের এই সিরিজে ২১ জনের দল ঘোষণা করে বিসিবি।

আইপিএলের কারণে দলে থাকতে পারছেন না তারকা অলরাউন্ডার সাকিব আল হাসান; তার জায়গায় খেলবেন অলরাউন্ডার শুভাগত হোম চৌধুরী। প্রায় পাঁচ বছর পর জাতীয় দলে ডাক পেলেন ৩৪ বছর বয়সী এই অলরাউন্ডার। ঊরুর চোটের কারণে দলের বাইরে রাখা হয়েছে মাহমুদউল্লাহকে। চোটের কারণে দলে নেই পেসার হাসান মাহমুদ। প্রথমবারের মতো টেস্ট দলে আছেন শরিফুল ইসলাম, মুকিদুল ইসলাম ও শহীদুল ইসলাম।

২১ এপ্রিল কান্ডির পাল্লেকেলেতে শুরু হবে প্রথম টেস্ট। ২৯ এপ্রিল একই ভেন্যুতে শুরু হবে দ্বিতীয় ও শেষ টেস্ট। 

প্রাথমিক দল: মুমিনুল হক, লিটন দাশ, মোহাম্মদ মিঠুন, মুশফিকুর রহিম, তামিম ইকবাল, সাদমান ইসলাম, আবু জায়েদ রাহি, তাইজুল ইসলাম, নাজমুল হোসেন শান্ত, মেহেদী হাসান মিরাজ, নাঈম হাসান, তাসকিন আহমেদ, এবাদত হোসেন, মোহাম্মদ সাইফ হাসান, ইয়াসির আলী, শরিফুল ইসলাম, খালেদ আহমেদ, মুকিদুল ইসলাম মুগ্ধ, শুভাগত হোম, শহীদুল ইসলাম, নুরুল হক সোহান।

প্রকৌশল নিউজ/এমআর