টি-টোয়েন্টিতে তামিমের ৬ হাজার রানের মাইলফলক স্পর্শ


প্রকৌশল নিউজ ডেস্ক :
টি-টোয়েন্টিতে তামিমের ৬ হাজার রানের মাইলফলক স্পর্শ

তামিম ইকবাল

  • Font increase
  • Font Decrease

টি-টোয়েন্টি ক্রিকেটে প্রথম বাংলাদেশি ব্যাটসম্যান হিসেবে ৬ হাজার রানের মাইলফলক স্পর্শ করেছেন তামিম ইকবাল। বুধবার বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপে বরিশাল ফরচুনের হয়ে চতুর্থ ম্যাচ খেলতে নেমে এই মাইলফলক স্পর্শ করেন তিনি।

৬ হাজার রানের মাইলফলক স্পর্শ করতে তামিমের দরকার ছিল ২৭ রান। বেক্সিমকো ঢাকার বিপক্ষে ওপেনিংয়ে ব্যাট করতে নেমে ইনিংসের ১১তম ওভারের ৫ম বলে নাসুম আহমেদের বলে ছক্কা মেরে সেই মাইলফলককে স্পর্শ করেন তামিম। 

টি-টোয়েন্টিতে ৬ হাজার রান করার পথে তামিম খেলেছেন ২১৩ ম্যাচ। ইনিংস খেলেছেন ২১২টি। টুর্নামেন্ট শুরুর আগে এই মাইলফলকে নাম লেখানোর জন্য ১৫১ রান দরকার ছিল তার। সেই প্রয়োজনীয় রান সংগ্রহ করতে তার লেগেছে ৪ ইনিংস।  

বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপে নিজেদের দ্বিতীয় ম্যাচে অপরাজিত ৭৭ রানের ইনিংস খেলেছেন তামিম। প্রথম ম্যাচে করেন ১৫ রান। তৃতীয় ম্যাচে তার ব্যাট থেকে আসে ৩২ রানের ইনিংস। সর্বশেষ রেকর্ড গড়ার ম্যাচে করেছেন ৩১ বলে ৩১ রান।