দেখে নিন কোহলীদের বিরুদ্ধে নাইটদের প্রথম একাদশ


প্রকৌশল নিউজ ডেস্ক :
দেখে নিন কোহলীদের বিরুদ্ধে নাইটদের প্রথম একাদশ
  • Font increase
  • Font Decrease

এ বারের ইন্ডিয়ান প্রিমিয়ার লীগ(আইপিএল)-এ এখন অবধি কোনও ম্যাচ হারেননি বিরাট কোহলীর রয়েল চেলেঞ্জার বেঙ্গুলর(আরসিবি)। তাদের বিরুদ্ধে রোববার খেলতে নামবে কলকাতা নাইট রাইডার্স(কেকেআর)। মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে হারের পর দলে পরিবর্তন করবেন মর্গ্যানরা? দেখে নেওয়া যাক কেকেআর-এর সম্ভাব্য একাদশ।

এ বারের আইপিএল-এ এখনও অবধি কোনও ম্যাচ হারেননি বিরাট কোহলীর আরসিবি। 

শুভমন গিল: ২ ম্যাচ মিলিয়ে তাঁর সংগ্রহ মাত্র ৪৮ রান। অন্য ওপেনার নীতীশ রানা কমলা টুপির অধিকারী। তাকে সঙ্গত দিতে শুভমনের ব্যাট থেকেও বড় রান চাইবেন নাইট সমর্থকরা।

নীতীশ রানা: এই মুহূর্তে দলের সেরা ব্যাটসম্যান তিনিই। ২ ম্যাচেই অর্ধ শতরান রয়েছে তার দখলে। কোহলীদের বিরুদ্ধে জিততে হলে তার ব্যাটের দিকেই তাকিয়ে থাকবে কেকেআর। 

রাহুল ত্রিপাঠি: প্রথম ম্যাচে অর্ধ শতরান করলেও মুম্বইয়ের বিরুদ্ধে রান পাননি। কোহলীদের বিরুদ্ধে যদিও তেমনটা চাইবেন না রাহুল। 

দীনেশ কার্তিক: তার ব্যাট থেকে বড় রানের আশায় সমর্থকরা। দলের অন্যতম অভিজ্ঞ ক্রিকেটার তিনি। কার্তিক রান পেলে মিডল অর্ডার নিয়ে কলকাতার চিন্তা অনেকটাই কমে যাবে।

মরর্গ্যান: এ বারের আইপিএল-এ শুরু থেকেই নেতৃত্বের দায়িত্ব তার কাঁধে। বিশ্বজয়ী এই অধিনায়কের ব্যাটে রান নেই। দলকে জেতাতে তাকে ব্যাট হাতেও দায়িত্ব নিতে হবে। তাবে, কোনদিন যে জ্বলে উঠবেন তার অপেক্ষায় আছেন কেকেআর সমর্থকরা। 

আন্দ্রে রাসেল: বল হাতে গত ম্যাচে বিধ্বংসী হয়ে উঠেছিলেন। আরসিবি’র মতো দলের বিরুদ্ধেও বোলার রাসেলকে চাইবে কলকাতা।

সাকিব আল হাসান: ব্যাটে বলে এখনও সেই ভাবে নিজেকে মেলে ধরতে পারেননি। তবে তিনি ছন্দে থাকলে একার হাতেই ম্যাচ জিতিয়ে দিতে পারেন অনায়াসেই।

হরভজন সিংহ: তাকে ২ কোটি টাকা দিয়ে দলে ভিড়িয়েছে কলকাতা। যদিও এখনও অবধি তাকে দিয়ে ৪ ওভারের কোটাই পূরণ করা যায়নি। তবুও আশায় আছেন যে কোন জ্বলে উঠে প্রতিপক্ষের শিবিরে আগুল জ্বালাবেন তিনি। 

প্যাট কামিন্স: দলের প্রধান বোলার তিনিই। ঝুলিতে ইতিমধ্যেই ৩টি উইকেট। কোহলীদের বিরুদ্ধে কি তিনি পারবেন উইকেট নিতে? এমন প্রশ্ন কেকেআর সমর্থকদের মনে। 

প্রসিদ্ধ কৃষ্ণ: ভারতীয় দলে খেলার অভিজ্ঞতা আরও পরিণত করেছে তাকে। কলকাতার নিয়মিত পেসার। দলের পেস এর্টাকের নেতৃত্ব তার হাতে। দল তার ওপর যে ভরসা রেখেছে উইকেট নিয়ে তার সম্মান রাখতে না পারেলে হবেনা।

বরুণ চক্রবর্তী: গত বারের আইপিএল-এ নিয়মিত উইকেট পাচ্ছিলেন এই বিস্ময় স্পিনার। এ বার যদিও সেই যাদু দেখা যাচ্ছে না। এখনও অবধি নিয়েছেন মাত্র একটি উইকেট। আগামী ম্যাচে জ্বলে ওঠার প্রত্যাশা করছেন তিনি।