মারা গেছেন সাবেক জাতীয় বাস্কেটবলার বুলবুল
প্রকৌশল নিউজ:
সাবেক জাতীয় বাস্কেটবলার এবং জাতীয় বাস্কেটবল দলের কোচ মাহতাবুর রহমান বুলবুল (৭৫) আর নেই।
মঙ্গলবার রাতে বার্ধক্যজনিত কারণে ঢাকার একটি হাসপাতালে ইন্তেকাল করেন। বুধবার বাদ ফজর আজিমপুর কবরস্থানে চিরশায়িত হয়েছেন বাবা মাসুদুর রহমানের পাশে। মাসুদুর রহমান ছিলেন দেশের প্রথম ফিফা ব্যাজধারী।
সত্তর উর্ধ্ব বুলবুল কিছুদিন ধরে অসুস্থ ছিলেন। মঙ্গলবার রাতে সবাইকে ছেড়ে পরপাড়ে পাড়ি জমান। লকডাউনের জন্য তার অনেক কাছের মানুষ তাকে শেষ দেখা দেখতে পারেননি।
তার এই আকস্মিক মৃত্যুতে বাংলাদেশ বাস্কেটবল ফেডারেশনের কার্য নির্বাহী পরিষদের সকল সন্মানীত সদস্যবৃন্দ গভীর শোক প্রকাশ করেছে এবং মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেছে।
প্রকৌশল নিউজ/এমএস