সাতক্ষীরায় একই পরিবারের ৪ জনকে হত্যা মামলার সিআইডির চার্জশীট দাখিল
সাতক্ষীরার কলারোয়ায় মাছ ব্যবসায়ী শাহিনুর রহমানসহ পরিবারের চার সদস্যকে কুপিয়ে হত্যা মামলায় তার ছোট ভাই রাহানুরকে একমাত্র আসামি করে আদালতে চার্জশিট দাখিল করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)।
মঙ্গলবার রাজধানীর মালিবাগে সিআইডি এর কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ বিষয়ে বিস্তারিত জানানো হয়। ২২ নভেম্বর এ হত্যা মামলার চার্জশীট আদালতে দাখিল করা হয়।
সংবাদ সম্মেলনে জানানো হয়, ঘাতক রাহানুর দীর্ঘ দিন ধরে ফেনসিডিল সেবন করে আসছিলো। এক সময় সে পুলিশের হাতে ধরা পড়ে এবং জেলও খাটে। এর ফলে এবছরের জানুয়ারিতে রাহানুর স্ত্রীর সাথে তার ডিভোর্সও হয়। সে সময় বেকার অবস্থায় ভাই ও ভাবীর সংসারে আশ্রয় নেয় সে। ভাবী সাবিনা খাতুন টাকার জন্য মাঝে মধ্যে তার সাথে রুঢ় আচরন করতেন। এর ফলে রাহানুর তার ভাই-ভাবীসহ পুরো পরিবারকে হত্যার পরিকল্পনা করেন।
সংবাদ সম্মেলনে আরও জানানো হয়, হত্যা পরিকল্পনার অংশ হিসেবে ১৫ অক্টোবর রাতে তার ভাই, ভাবী, ভাতিজী ও ভাতিজাকে কোমল পানীয়র সাথে ঘুমের ঔষধ মিশিয়ে খাওয়ান। পরে তারা ঘুমিয়ে পড়লে রাত আনুমানিক ৩টা থেকে সাড়ে ৩টার মধ্যে চাপাতি দিয়ে সবাইকে কুপিয়ে হত্যা করে। হত্যাকান্ডের পর সাবিনা খাতুনের মা বাদী হয়ে সাতক্ষীরার কলারোয়া থানায় একটি মামলা দায়ের করেন। হত্যা কান্ডের পর রাহানুর হত্যার আলামত মুছে ফেলার চেষ্টা করে। তবে সিআইডির তৎপরতায় তাকে দ্রুত গ্রেপ্তার করা সম্ভব হয়।পরে তার স্বীকারোক্তি অনুযায়ী উদ্ধার করা সম্ভব হয় হত্যাকান্ডে ব্যবহৃত চাপাতিসহ রক্তমাখা কাপড়।