টিকা রে‌জি‌স্ট্রেশ‌নে সিএমপি'র 'সহজ নিবন্ধন বুথ'


প্রকৌশল প্রতিনিধি:
টিকা রে‌জি‌স্ট্রেশ‌নে সিএমপি'র 'সহজ নিবন্ধন বুথ'
  • Font increase
  • Font Decrease

করোনা ভাইরাসের সংক্রমণ থেকে নগরবাসীর সুরক্ষায় চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের উদ্যোগে নগরীর কোতোয়ালি থানা মোড়ে কোভিড ১৯ ভ্যাকসিন নিবন্ধন বুথ চালু করা হয়েছে।

প্রান্তিক পর্যায়ের লোকজন যাতে সহজে করোনা টিকা নিতে পারেন সেজন্য ‘সহজ নিবন্ধন’ বুথ চালু করেছে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ। এই বুথে গিয়ে নগরবাসী সহজেই টিকাপ্রাপ্তির জন্য নিবন্ধন করতে পারবেন। ৩০ বছর ও তদুর্ধ্ব বয়‌সের ব্যক্তিরা নিজের জাতীয় পরিচয়পত্র ও মোবাইল ফোন নিয়ে গেলে সহজেই পুলিশের পক্ষ থেকে নিবন্ধন প্রক্রিয়া সম্পন্ন করে দেওয়া হবে। এরপর স্বাস্থ্য বিভাগে নির্ধারিত তারিখে গিয়ে টিকা গ্রহণ করা যাবে।

চট্টগ্রাম শহরে বসবাসকারী ব্যক্তিদের মধ্যে যাঁরা ইন্টারনেট কিংবা স্মার্টফোন ব্যবহার করেন না বা যাঁরা টিকার নিবন্ধন প্রক্রিয়া সম্পন্ন করতে পারছেন না তাঁরা তাঁদের মোবাইল ফোন এবং জাতীয় পরিচয়পত্র নিয়ে এই বুথে এলে পুলিশের পক্ষ থেকে নিবন্ধন প্রক্রিয়া সম্পন্ন করে দেওয়া হবে।

মূলত সিএমপি দক্ষিণ বিভাগের তত্ত্বাবধানে এই সেবামূলক কার্যক্রম চালু হয়েছে। এই উদ্যোগ বাস্তবায়নে সহযোগিতা দিচ্ছে সামাজিক সংস্থা যাত্রী ছাউনি।

প্রকৌশল নিউজ/প্রতিনিধি/এমআরএস