হিলালী ওয়াদুদ চৌধুরী আর নেই


প্রকৌশল নিউজ:
হিলালী ওয়াদুদ চৌধুরী আর নেই
  • Font increase
  • Font Decrease

হিলালী ওয়াদুদ চৌধুরী মৃত্যুবরণ করেছেন। তিনি ভোরের কাগজের সিনিয়র সহ-সম্পাদক ছিলেন। শুক্রবার  সকাল ৯টার দিকে তার শ্বাসকষ্ট দেখা দিলে হাসপাতালে নেয়ার পথে তিনি মৃত্যুবরণ করেন। 

চিকিৎসক জানিয়েছেন, হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হওয়ার কারণে মৃত্যুবরণ করেছেন তিনি।

আগামী ১৬ জানুয়ারি অনুষ্ঠিতব্য ঢাকা সাব-এডিটরস কাউন্সিল নির্বাচনে সভাপতি পদপ্রার্থী ছিলেন হিলালী ওয়াদুদ চৌধুরী।

তার লাশ গোসল শেষে প্রথমে তার কর্মস্থল ভোরের কাগজ, এরপর জাতীয় প্রেসক্লাবে নেয়া হবে।সেখান থেকে গ্রামের বাড়ি  নীলফামারীর ডোমারে লাশ দাফন করা হবে।