পা পিছলে বুড়িগঙ্গা নদীতে পড়ে প্রাণ গেলো পুলিশ কর্মকর্তার
রাজধানীর সদরঘাটে লঞ্চে উঠতে গিয়ে পা পিছলে বুড়িগঙ্গা নদীতে পড়ে প্রাণ হারিয়েছেন পুলিশের বিশেষ শাখার (এসবি) উপ-পরিদর্শক (এসআই) শাওলিন আকিব। রোববার সকাল ৭টার দিকে এই দুর্ঘটনা ঘটে।
ডিএমপির কোতোয়ালি থানার আওতাধীন সদরঘাট পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক (এসআই) রুবেল মল্লিক এ তথ্য নিশ্চিত করেন।
তিনি বলেন, সকাল ৭টার দিকে বরগুনা থেকে লঞ্চে শাওলিন আকিবের এক আত্মীয় ঢাকায় আসেন। তিনি ওই আত্মীয়কে রিসিভ করতে লঞ্চে উঠতে গিয়ে পা পিছলে নদীতে পড়ে যান। এ সময় পন্টুনে লেগে মাথায় গুরুতর আঘাত পান। সকাল ৮টার ১০ মিনিটে বুড়িগঙ্গা নদী থেকে তাকে উদ্ধারের পর মিটফোর্ড হাসপাতালে নেওয়া হয়। তবে এর আগেই তিনি মারা যান।
শাওলিন আকিব শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের ৭১তম ব্যাচের শিক্ষার্থী ছিলেন। সর্বশেষ তিনি পুলিশের বিশেষ শাখায় (এসবি) কর্মরত ছিলেন। তার গ্রামের বাড়ি মুন্সীগঞ্জের গজারিয়া থানার মাথাভাঙ্গা গ্রামে। তার বাবা রফিকুল ইসলাম সাবেক পুলিশ সদস্য। এছাড়া তার বড়ভাইও পুলিশ উপ-পরিদর্শক (এসআই)।
প্রকৌশল নিউজ/এমআরএস