মুন্সিগঞ্জে কোস্ট গার্ড’র ত্রাণ বিতরণ


প্রকৌশল প্রতিবেদক :
মুন্সিগঞ্জে  কোস্ট গার্ড’র ত্রাণ বিতরণ
  • Font increase
  • Font Decrease

বিদ্যানন্দ ফাউন্ডেশনের ব্যবস্থাপনায় বাংলাদেশ কোস্ট গার্ড মুন্সিগঞ্জের গজারিয়া সদর, ইস্পাহানি চর, ভাটিবলাকি ও চরবলাকি এলাকায় প্রায় ২০০ গরীর ও দুঃস্থ পরিবারের মাঝে ত্রাণ বিতরণ করেছে।

বৃহস্পতিবার (১৫ এপ্রিল) বিকালে বাংলাদেশ কোস্ট গার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লে. কমান্ডার আমিরুল হক এ তথ্য জানান।

তিনি বলেন, প্রতিষ্ঠাকাল থেকে এখন পর্যন্ত বাংলাদেশ কোস্ট গার্ড চরঞ্চলের মানুষের বিভিন্ন প্রয়োজনে এগিয়ে এসেছে। বর্তমান করোনা ভাইরাসের প্রভাবে চরঞ্চলের কর্মহীন ও দুঃস্থ মানুষের জীবিকা বন্ধ হয়ে যাওয়ায় তাদের সাহায্যে এগিয়ে এসেছে বাংলাদেশ কোস্ট গার্ড ও বিদ্যানন্দ ফাউন্ডেশন। বিদ্যানন্দ ফাউন্ডেশনের ব্যবস্থাপনায় বাংলাদেশ কোস্ট গার্ড গজারিয়া সদর, ইস্পাহানি চর, ভাটিবলাকি ও চরবলাকি এলাকায় প্রায় ২০০ গরীর ও দুঃস্থ পরিবারের মাঝে ত্রাণ (চাল, আটা, লবন, ছোলা বুট ও বুটের ডাল) বিতরণ করা হয়। 

ত্রাণ বিতরণ কার্যক্রমে কম্পোজিট স্টেশান পদ্মার স্টেশান কমান্ডার লে. আশমাদুল ইসলাম এবং স্থানীয় জনপ্রতিনিধিরা উপস্থিত ছিলেন। 

এছাড়াও গত ৩১ মার্চ ২০২১ থেকে শুরু করে গতকাল পর্যন্ত বিদ্যানন্দ ফাউন্ডেশনের ব্যবস্থাপনায় বাংলাদেশ কোস্ট গার্ড চাঁদপুরের রাজরাজেশ্বর, হাইমচরের বাংলাবাজার এবং মুন্সিগঞ্জের মেদিনীমন্ডল ও কান্দিপাড়া এলাকার সর্বমোট ৬০০ গরীর ও দুঃস্থ পরিবারের মাঝে ত্রাণ বিতরণ করা হয়েছে। পাশাপাশি উপকূলীয় অন্যান্য অঞ্চলগুলোতে বিদ্যানন্দ ফাউন্ডেশনের ব্যবস্থাপনায় বাংলাদেশ কোস্ট গার্ড গরীর ও দুঃস্থ পরিবারের মাঝে ত্রাণ বিতরণ কার্যক্রম অব্যাহত রয়েছে। 

তিনি আরও বলেন, বাংলাদেশ কোস্ট গার্ড এর এখতিয়ারভুক্ত এলাকাসমূহে আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণ, ডাকাতি দমন ও জননিরাপত্তা নিশ্চিতের পাশাপাশি উপকূলীয় অঞ্চলের কর্মহীন ও দুঃস্থদের মাঝে সহযোগীতার এই ধারাবহীকতা নিয়মিত অব্যাহত আছে এবং ভবিষ্যতেও থাকবে।