আড়ংকে ১ লাখ টাকা জরিমানা
স্বাস্থ্যবিধি না মানায় রাজধানীর আসাদগেট এলাকায় আড়ংয়ের আউটলেটকে ১ লাখ টাকা জরিমানা করা হয়েছে।
বৃহস্পতিবার বিকালে ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) নির্বাহী ম্যাজিস্ট্রেট তাজওয়ার আকরাম সাকাপি ইবনে সাজ্জাদ এ জরিমানা করেন।
ঘটনার বিস্তারিততে জানা যায়, করোনাকালীন এই সময়ে রাজধানীর শপিংমলগুলোতে স্বাস্থ্যবিধি মানা হচ্ছে কি না তা প্রতিদিন পরিদর্শন করছেন ডিএনসিসি মেয়র আতিকুল ইসলাম। এরই ধারাবাহিকতায় বৃহস্পতিবার বিকেলে শপিং মলগুলো পরিদর্শনে বের হন মেয়র আতিকুল ইসলাম। এসময় আসাদগেট এলাকায় আড়ংয়ের আউটলেটে স্বাস্থ্যবিধি না মানায় ১ লাখ টাকা জরিমানা করা হয়েছে। ধারণক্ষমতার অতিরিক্ত ক্রেতা থাকায় এ জরিমানা করেন ডিএনসিসির নির্বাহী ম্যাজিস্ট্রেট তাজওয়ার আকরাম সাকাপি ইবনে সাজ্জাদ।
পরে এ বিষয়ে মেয়র আতিকুল ইসলাম সাংবাদিকদের বলেন,শর্ত ছিল স্বাস্থ্যবিধি মেনে শপিং মল খোলা রাখবে। কিন্তু অনেকেই তা মানছে না। আড়ংয়ের আসাদগেট আউটলেটে ধারণক্ষমতার বেশি ক্রেতা ঢুকেছেন। অনেকে বাচ্চা নিয়ে কেনাকাটা করতে আসছেন। স্বাস্থ্যবিধি নিশ্চিত না হওয়ায় আড়ংকে ১ লাখ টাকা জরিমানা করা হলো।
এছাড়া, আরও কয়েকটি দোকানপাট ও শপিং মলে স্বাস্থ্যবিধি প্রতিপালনে ঝটিকা অভিযানে অংশ নেন মেয়র আতিকুল ইসলাম।
প্রকৌশল নিউজ/এমএআর/এমআর