সাত তলা বস্তির আগুনের ঘটনা তদন্তে কমিটি
রাজধানীর মহাখালীর সাত তলা বস্তির আগুনের ঘটনা তদন্তে পাঁচ সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে ফায়ার সার্ভিস। ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার লিমা খানম এতথ্য জানিয়েছেন।
তিনি বলেন, ফায়ার সার্ভিস সদর দফতরের উপ-পরিচালক (ডিডি-উন্নয়ন) নূর হাসানকে প্রধান করে পাঁচ সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে।
এই কমিটির অপর সদস্যরা হচ্ছেন- ফায়ার সার্ভিসের উপ-সহকারি পরিচালক (ডিএডি) আবুল বাসার, সিনিয়র স্টেশন অফিসার মো. মাহমুদুল হাসান, ওয়্যারহাউজ ইন্সপেক্টর আব্দুল খালেক ও গোলাম মোস্তফা।
এই কমিটিকে অগ্নিকান্ডের কারণ, ক্ষয়ক্ষতি নিরুপণ ও পুনরায় এমন ঘটনা রোধকল্পে সুপারিশসহ আগামী সাত কার্য দিবসের মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়েছে।
উল্লেখ্য, মহাখালীর সাত তলা বস্তিতে সোমবার ভোর ৪টার দিকে ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনা ঘটে। প্রথমে ফায়ার সার্ভিসের ৮টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। পরে আগুনের তীব্রতা বাড়তে থাকলে ইউনিটের সংখ্যা বাড়ানো হয়। ফায়ার সার্ভিসের ১৮টি ইউনিটের চেষ্টায় সকাল সাড়ে ৬ টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে।
প্রকৌশল নিউজ/এমআরএস