শিক্ষার্থীদের বিক্ষোভের মুখে পরীক্ষা চলবে সাত কলেজে
                                    প্রকৌশল নিউজ ডেস্ক:                                
                            ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত সাতটি বড় সরকারি কলেজের দুটি পরীক্ষার বিষয়ে সিদ্ধান্ত পরিবর্তন করা হয়েছে। নতুন সিদ্ধান্ত অনুযায়ী আজ বুধবার (২৪ ফেব্রুয়ারি) চতুর্থ বর্ষের পরীক্ষাটি আগামী ৭ মার্চ ও বৃহস্পতিবার (২৫ ফেব্রুয়ারি) তৃতীয় বর্ষের পরীক্ষা ১৩ মার্চ হবে।



 
            
             
            
             
            
             
            
             
            
             
            
             
            
            