১২ ঘণ্টা পর ঢাকা-খুলনা রুটে ট্রেন চলাচল শুরু
 
                                               
                                            চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার উথলী রেলওয়ে স্টেশনের কাছেই তেলবাহী ট্রেনের চারটি ট্যাংকার লাইনচ্যুত হয়ে ট্রেন চলাচল ১২ ঘণ্টা বন্ধ থাকার পর খুলনার সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ শুরু হয়েছে। ১২ ঘণ্টা পর সোমবার দুপুর সাড়ে ১২টা থেকে খুলনার সঙ্গে সারা দেশের ট্রেন চলাচল শুরু হয়েছে।
রোববার দিবাগত মধ্যরাতে চারটি ট্যাংকার লাইনচ্যুত হলে ঢাকা-খুলনা রুটে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়।
পাবনার ঈশ্বরদী থেকে আসা উদ্ধারকারী ট্রেন সোমবার সকাল সাতটায় উদ্ধারকাজ শুরু করে। সাড়ে পাঁচ ঘণ্টার টানা চেষ্টায় ট্যাংকারগুলো উদ্ধার করা হয়। এরপর উথলী স্টেশনের দুই পাশে দর্শনা, চুয়াডাঙ্গা, আলমডাঙ্গা ও আনসারবাড়িয়া স্টেশনে অপেক্ষমাণ ট্রেনগুলো চলাচল শুরু করে।
এদিকে দুর্ঘটনার কারণ অনুসন্ধানে বাংলাদেশ রেলওয়ের (পশ্চিমাঞ্চল) পাকশী বিভাগীয় পরিবহন কর্মকর্তা আনোয়ার হোসেনকে প্রধান করে পাঁচ সদস্যের তদন্ত দল গঠন করা হয়েছে। আনোয়ার হোসেন সোমবার সকাল থেকেই ঘটনাস্থলে উপস্থিত থেকে উদ্ধারকাজের তদারকি করেন। তদন্ত দলের বাকি সদস্যরা হলেন রেলের পাকশী বিভাগীয় সংকেত প্রকৌশলী রাজীব বিল্লাহ, যান্ত্রিক প্রকৌশলী (লোকো) আশীষ কুমার মণ্ডল, যান্ত্রিক প্রকৌশলী (ক্যারেজ) মমতাজুল ইসলাম এবং বিভাগীয় প্রকৌশলী (১) বীরবল মণ্ডল।
তদন্ত কমিটির প্রধান আনোয়ার হোসেন বলেন, এক সপ্তাহের মধ্যে এ ঘটনার তদন্ত প্রতিবেদন সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে জমা দেওয়া হবে। সেই মোতাবেক আমরা কাজ শুরু করব।
প্রকৌশলনিউজ/সু



 
            
             
            
             
            
             
            
             
            
             
            
             
            
             
            
            