‘মিষ্টি আলু’ চাষে ভাগ্য ফিরছে চাষিদের
মিষ্টি আলুর বাজার এবার বেশ মিষ্টি। বাম্পার ফলন ও দাম বেশি পেয়ে চর অঞ্চলের চাষিদের মুখে হাসি মিলেছে। বন্যায় কৃষক ক্ষতিগ্রস্থ হলেও করতোয়া নদীর চরে বন্যাপরবর্তী ফসলের চাষ মিষ্টি আলুর বাম্পার ফলন হয়েছে। গত বছরের চেয়ে ফলন ও দাম বেশি পাওয়ায় বন্যার ক্ষতি পুষিয়ে যাচ্ছে বলে জানান চাষিরা।
রংপুর জেলার পীরগঞ্জের চতরা ইউনিয়নের কুয়াতপুর গ্রামের কৃষক মোহাম্মদ আলী বলেন, এক একর জমিতে মিষ্টি আলুর চাষ করেছি। ফলন এবং দাম দুটোই এবার মনের মতো। অগ্রীম টাকা নিয়ে জমি থেকে বিক্রি করেছি। কোনো ঝামেলা নেই। তারাতাড়ি বিক্রি করে ওই জমিতে অন্য ফসলের চাষ করা হবে।
ব্যবসায়ী নুরু মিয়া বলেন, মিষ্টি আলু বাজারে নামতে শুরু করেছে। জমি থেকে যাচাই বাছাই করে ৬/৭শ’ টাকা মন কিনে দেশের বিভিন্ন জেলায় নিয়ে বিক্রি করি। বাজার ভালো থাকায় বেশ লাভের মুখ দেখা গেছে এবছর।
উপজেলা কৃষি অফিসার ছাদেকুজ্জামান সরকার জানান, করতোয়া নদীর চর অঞ্চলের প্রায় ৫০ হেক্টর জমিতে মিষ্টি আলুর চাষ করা হয়েছে। আবহাওয়া অনুকূলে থাকায় সঠিক সময় সার কীটনাশক প্রয়োগ করে বাম্পার ফলন পেয়েছে চাষিরা।
তবে এলাকাবাসী মনে করেন, সরকারী সহায়তা বাড়ালে কৃষকরা আলু চাষে আগ্রহী হবে।