হেফাজতের হরতালে সহিংসতার ঘটনায় বিএনপির আরও ৪ জন গ্রেপ্তার


প্রকৌশল নিউজ ডেস্ক :
হেফাজতের হরতালে সহিংসতার ঘটনায় বিএনপির আরও ৪ জন গ্রেপ্তার

ফাইল ছবি

  • Font increase
  • Font Decrease

নারয়ণগঞ্জে হেফাজতের হরতালের সময় সহিংসতার ঘটনায় দায়ের করা মামলায় চার জনকে গ্রেপ্তার পুলিশ। শুক্রবার ভোরে তাদের গ্রেপ্তার করে সিদ্ধিরগঞ্জ থানা পুলিশ।

সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মশিউর রহমান বিষয়টি নিশ্চিত করে গণমাধ্যমকে জানান, আসামিদের গ্রেপ্তার করে ইতিমধ্যে আদালতে পাঠানো হয়েছে।

গ্রেপ্তারকৃতরা হলেন, মোফাজ্জল হোসেন আনোয়ার (৩৯), মো. মামুন মিয়া (৩৯), ফারুক হোসেন (৪০) ও নুর উদ্দীন (৪২)। যারা সবাই বিএনপির রাজনীতির সাথে সম্পৃক্ত।

গত ২৮ মার্চ হেফাজতে ইসলামের ডাকা হরতালে সহিংসতার ঘটনায় এখন পর্যন্ত রূপগঞ্জ ও সিদ্ধিরগঞ্জ থানায় পুলিশ, র‌্যাব ৭টি মামলা দায়ের করেছে। পরে ঢাকা আহসান গ্রুপের এজি প্রোপার্টিজ ডেভেলপমেন্টস লিমিটেডের সিনিয়র এক্সিকিউটি সোহেল আহমেদ ও বিআরটিসি যাত্রাবাড়ী বাস ডিপোর পরিযান পরিদর্শক হুমায়ুন আজাদ খান বাদী হয়ে সিদ্ধিরগঞ্জ থানায় আরও ২টি মামলা করেন।

বিএনপি-জামায়াত নেতাসহ ১৬৬ জনের নাম উল্লেখ ও অজ্ঞাতনামা আরও প্রায় ৩,৭০০ জনকে আসামি করা হয় এই ৯টি মামলায়।