মোহাম্মদপুর থেকে জাল টাকাসহ গ্রেফতার ৩


নিজস্ব প্রতিবেদক :
মোহাম্মদপুর থেকে জাল টাকাসহ গ্রেফতার ৩

টাকা

  • Font increase
  • Font Decrease

রাজধানীর মোহাম্মদপুর থানা এলাকায় অভিযান চালিয়ে ২০ লক্ষ জাল টাকাসহ তিনজনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা তেজগাঁও বিভাগ। বুধবার (২ ডিসেম্বর) অভিযানে নেতৃত্ব দেওয়া সহকারী পুলিশ কমিশনার মো. বায়েজীদুর রহমান প্রকৌশল নিউজকে  বিষয়টি নিশ্চিত করেছেন। গ্রেফতারকৃতরা হলেন- মো. সুমন মিয়া (৩০), মো. বিপ্লব হোসেন (৩২) ও মো. রাজিব শিকদার (৩৫)। 

সোমবার (৩০ নভেম্বর) মোহম্মদপুরের ঢাকা উদ্যানের সামনে থেকে জাল টাকাসহ তাদেরকে গ্রেফতার করে সঙ্ঘবদ্ধ অপরাধ, গাড়িচুরি প্রতিরোধ ও উদ্ধার টিম। সহকারি পুলিশ কমিশনার মো. বায়েজীদুর রহমান জানান, নির্ভরযোগ্য তথ্যের ভিত্তিতে জানতে পারি কতিপয় ব্যক্তি মোটা অংকের জাল টাকাসহ ঢাকা উদ্যানের সামনে বিক্রির জন্য অবস্থান করছে। 

এমন তথ্যের ভিত্তিতে উক্ত স্থানে অভিযান চালিয়ে গ্রেফতারকৃত সুমন নিকট হতে ১০ লাখ জাল টাকা, বিপ্লব নিকট হতে ৬ লাখ জাল টাকা এবং রাজিবের নিকট হতে ৪ লাখ জাল টাকা উদ্ধার করা হয়। তারা তিনজনই জব্দকৃত ২০ লক্ষ জাল টাকা প্লাষ্টিকের বাজার ব্যাগে বহন করছিল। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মোহাম্মদপুর থানায় বিশেষ ক্ষমতা আইনে নিয়মিত মামলা রুজু হয়েছে।