রাজধানীতে নারীসহ ৪ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার
রাজধানীর আদাবর ও মোহাম্মদপুর থেকে পৃথক অভিযানে নারীসহ ৪ মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে র্যাব-২। ৪৪৬ বোতল ফেন্সিডিল উদ্ধারের পাশাপাশি মাদক পরিবহনের ব্যবহৃত ট্রাক এবং প্রাইভেটকারও জব্দ করা হয়েছে। বুধবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, আদাবর থানাধীন আক্কাস নগর এলাকায় রাস্তার উপর বিশেষ চেকপোষ্ট স্থাপন করে আন্তঃ জেলা মাদককারবারী চক্রের সদস্য মো. আজিম (৩৩), মো. আল আমিনকে গ্রেপ্তার করে।
প্রাথমিক অনুসন্ধান ও আসামীদের জিজ্ঞাসাবাদে প্রেক্ষিতে তারা মাদক পরিবহনের কথা স্বীকার করে এবং তাদের দেয়া তথ্য মতে ট্রাকের ড্রাইভারের সিটের পিছনে ২টি প্লাষ্টিকের বস্তার ভিতর হতে ২৪৮ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়।
অন্যদিকে, র্যাব-২ এর আরেকটি আভিযানিক দল মঙ্গলবার মোহাম্মদপুর থানাধীন টাউন হল এলাকায় পাকা রাস্তার উপরে চেকপোষ্ট স্থাপন করে সন্দেহ জনক প্রাইভেটকার থামিয়ে তল্লাশী করতে থাকে। এসময় একটি গাড়িকে থামার সংকেত দেয়া মাত্র র্যাবের উপস্থিতি টের পেয়ে গাড়ি থামিয়ে দৌঁড়ে পালানোর চেষ্টা করে আসামীরা। এসময় মো. সাগর (৩২), মোছা. রিমু আক্তার (২২) কে গ্রেফতার করা হয়।
গ্রেপ্তারকৃত আসামীদের নিষিদ্ধ মাদক ফেন্সিডিল সংক্রান্ত বিষয়ে জিজ্ঞাসাবাদে প্রথমে অস্বীকার করলেও পরবর্তীতে প্রাইভেটকারের পিছনের সিটের নিচে তেলের ট্যাংকের ভিতরে বিশেষভাবে লুকায়িত ১৯৮ বোতল নিষিদ্ধ মাদক ফেন্সিডিল পাওয়া যায়।
গ্রেপ্তারকৃত আসামীরা জিজ্ঞাসাবাদে জানায়, তারা পরষ্পর যোগ সাজোসে দীর্ঘ দিন যাবৎ নিষিদ্ধ মাদক দ্রব্য ফেন্সিডিল সুকৌশলে ঢাকার বিভিন্ন স্থানে বিক্রয় করে আসছিল।
প্রকৌশল নিউজ/এমআরএস