এবার হেফাজত নেতা মাওলানা জুবায়ের গ্রেপ্তার


প্রকৌশল নিউজ :
এবার হেফাজত নেতা মাওলানা জুবায়ের গ্রেপ্তার
  • Font increase
  • Font Decrease

এবার ২০১৩ সালের শাপলা চত্ত্বর কাণ্ডে হেফাজতে ইসলামের নেতা মাওলানা জুবায়েরকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ- ডিবি লালবাগ।

শুক্রবার ডিএমপির যুগ্ম কমিশনার (ডিবি) মাহবুব আলম জানান, লালবাগ এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

মাওলানা জুবায়ের আহমেদ হেফাজতে ইসলামের ঢাকা মহানগরীর সহ-সভাপতি হিসেবে দায়িত্ব পালন করতেন। এছাড়া তিনি মুফতি আমিনীর জামাতা হিসেবেও পরিচিত।

তিনি জানান, জুবায়ের নামে হেফাজতের এক নেতাকে গ্রেপ্তার করা হয়েছে। সাম্প্রতিক হেফাজতের তাণ্ডবে সংশ্লিষ্টতা ছাড়াও ২০১৩ সালের ৫ মে শাপলা চত্বরের ঘটনায় দায়ের হওয়া মামলায় তার নাম রয়েছে।

ডিবির কর্মকর্তারা জানান, মাওলানা জুবায়ের আহমেদকে ২১০৩ সালের একটি মামলায় গ্রেপ্তার দেখিয়ে শনিবার (১৭ এপ্রিল) আদালতে সোপর্দ করা হবে।

মাওলানা জুবায়েরসহ এখন পর্যন্ত হেফাজতের কেন্দ্রীয় সাত জন নেতাকে গ্রেপ্তার করা হলো। মোদি বিরোধী আন্দোলনকে সামনে রেখে রাজধানী ঢাকাসহ সারাদেশে তাণ্ডব চালানোর অভিযোগে হেফাজতে ইসলামের নেতাকর্মীদের বিরুদ্ধে প্রায় অর্ধশতাধিক মামলা দায়ের করা হয়েছে। ইতিমধ্যে এসব মামলায় বিভিন্ন জেলা-উপজেলা থেকে হেফাজতে ইসলামসহ আওয়ামী লীগ ও জামায়তের শতাধিক কর্মী সমর্থককে গ্রেপ্তার করা হয়েছে।