শৈলকুপায় নির্মাণাধীন মসজিদ ভাঙচুর: দোষীদের গ্রেফতার ও শাস্তির দাবি


তরিকুল ইসলাম তুহিন, ঝিনাইদহ প্রতিনিধি :
শৈলকুপায় নির্মাণাধীন মসজিদ ভাঙচুর: দোষীদের গ্রেফতার ও শাস্তির দাবি
  • Font increase
  • Font Decrease

ঝিনাইদহের শৈলকুপায় নির্মাণধীন মসজিদ ভাঙচুরের ঘটনায় দোষীদের গ্রেফতার ও শাস্তির দাবিতে প্রতিবাদ ও মানববন্ধন করেছে মুসল্লি ও গ্রামবাসীরা।

শনিবার (১ মে) দুপুরে বড়–রিয়া নির্মাণধীন মসজিদের সামনের প্রতিবাদ ও মানববন্ধন অনুষ্ঠিত হয়। 

মানববন্ধনে বক্তারা বলেন, গড়াই নদীর ভাঙ্গনের কবলে পড়ে বড়–রিয়া গ্রামের জামে মসজিদ ভেঙ্গে যায়। পরে গ্রামবাসী মসজিদ নির্মাণের সিদ্ধান্ত নেয়। বড়–রিয়া গ্রামের খন্দকার রায়হান কবীর পলাশ ও রেহেনা খাতুনের দানকৃত জমিতে মসজিদ নির্মান কাজ শুরু হয়। 

বক্তরা আরও বলেন, গত ২২ এপ্রিল বৃহস্পতিবার ভোরে বড়–রিয়া গ্রামের তমালের নেতৃত্বে মোকলেস, মনোয়ার, রইচ, আলাল, রফিকুল,খাউরুল ও আবু সাইদসহ ১৫/২০জন নির্মাণাধীন মসজিদের দুইটি পিলার ভাঙচুর করে। সে সময় বাধা দিলে ৮ জন গ্রামবাসীকে মেরে আহত করে তারা। আহতরা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। 

এই হামলায় জড়িতদের আইনের আওতায় এনে গ্রেফতার ও শাস্তির দাবি জানান মুসল্লি ও গ্রামবাসীরা।