মুন্সিগঞ্জে ৪ কোটি ৩৫ লাখ মিটার কারেন্ট জাল জব্দ
মুন্সীগঞ্জে ৪ কোটি ৩৫ লাখ মিটার অবৈধ কারেন্ট জাল জব্ধ করেছে নৌ পুলিশ।
শনিবার নৌ পুলিশের ট্রেনিং, লিগ্যাল এন্ড মিডিয়া বিভাগের অতিরিক্ত পুলিশ সুপার সাথী রানী শর্মা এতথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, শুক্রবার মুন্সীগঞ্জ সদর থানার কমলা ঘাট এবং টঙ্গীবাড়ী থানার বেতকা ব্রীজ সংলগ্ন এলাকায় পৃথক অভিযান পরিচালনা করে এই বিপুল পরিমাণ অবৈধ কারেন্ট জাল উদ্ধার করে মুক্তারপুর নৌ পুলিশ ফাঁড়ি।
অভিযানটির নেতৃত্বে ছিলেন নৌ পুলিশের নারায়ণগঞ্জ অঞ্চল এর সহকারী পুলিশ সুপার মিনা মাহমুদা।
নৌ পুলিশ প্রধান মোঃ আতিকুল ইসলাম বলেন, “কারেন্ট জালের ব্যবহার বন্ধে ধারাবাহিক অভিযানের অংশ হিসেবে নৌ পুলিশ নিয়মিতভাবে কারেন্ট জালের তৈরি, পরিবহন ও বিক্রয়ের বিরুদ্ধে অভিযান পরিচালনা করছে। দেশের মৎস্য সম্পদ রক্ষার্থে সরকার কর্তৃক নিষিদ্ধ ঘোষিত কারেন্ট জাল নির্মূল না হওয়া পর্যন্ত নৌ পুলিশের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।”
প্রকৌশল নিউজ/এমআরএস