যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামী ১৪ বছর পর ডিবি'র হাতে গ্রেফতার
হবিগঞ্জের বানিয়াচং উপজেলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামী ছানাউল্লাহ ছানাকে (৪৫) ১৪ বছর পর গ্রেফতার করলো হবিগঞ্জ ডিবি পুলিশ। গ্রেফতারকৃত আসামী ছানাউল্লাহ ছানা বানিয়াচং উপজেলার ১২নং সুজাতপুর ইউনিয়নের দত্তপুর গ্রামের রহমত আলীর পুত্র।
শনিবার (১২ জুন) বেলা আড়াইটার দিকে নরসিংদী জেলার মাধবদী উপজেলা থেকে পলাতক আসামী ছানাউল্লাহ ছানাকে গ্রেফতার করে ডিবি পুলিশ।
ডিবি পুলিশ সূত্রে জানা যায়, ১৯৯৯ সালে বানিয়াচং সুজাতপুরে একটি মার্ডার হয়। মামলা দায়েরের পর ২০০৬ সালে ওই মামলায় তার যাবজ্জীবন সাজা প্রদান করেন আদালত। তারপর থেকে ছানা হবিগঞ্জ জেলার বাহিরে গিয়ে ১৪ বছর ধরে আত্মগোপন করেছিলেন। যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামীকে গ্রেফতারে বিশেষ গুরুত্ব দিয়ে কাজ করে আসছিলেন হবিগঞ্জ ডিবি পুলিশ। এরই ধারাবাহিকতায় সোর্স মারফত পলাতক আসামী ছানার খবর পাওয়া যায়।
খবর পেয়ে হবিগঞ্জ ডিবি পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) আলামিন মিয়ার নেতৃত্বে অপারেশন পরিচালনা করার জন্য ডিবি'র এসআই মোজাম্মেলসহ একদল ডিবি পুলিশ শনিবার ভোর সকালে হবিগঞ্জ থেকে রওয়ানা হয়ে নরসিংদী জেলার মাধবদী উপজেলায় পৌঁছেন দুপুরে। প্রায় বেলা আড়াইটার দিকে ছানা মিয়ার অবস্হান শনাক্ত করে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।
অপারেশন পরিচালনাকারী ডিবি'র এসআই মোজাম্মেল হোসেনের সাথে রাত ১১টা ৩২মিনিটে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি এবিষয়ে সত্যতা নিশ্চিত করেন। গ্রেফতারকৃত ছানাকে হবিগঞ্জ ডিবি কার্যালয়ে আসা হয়েছে বলেও জানান তিনি।
প্রকৌশল নিউজ/সু