হত্যা মামলার পলাতক আসামীকে গ্রেপ্তার করেছে সিআইডি
গাজীপুরের টঙ্গী এলাকা থেকে পল্লব বর্মন (৩৪) নামের এক হত্যা মামলার পলাতক আসামীকে গ্রেপ্তার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)।
রোববার ভোরে টঙ্গী এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
সিআইডি থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞত্তিতে এই তথ্য জানানো হয়।
সংবাদ বিজ্ঞত্তিতে বলা হয়, এই ক্লু-লেস হত্যা মামলার ঘটনায় দাফনের ২৬ দিন পর অপহৃত নারীর লাশ শনাক্ত করা হয়। পুলিশ সেই নারীর গলিত লাশ চট্টগ্রামের পাহাড়তলীর আব্দুল নগরের নাজির আহমেদের বাড়ির বন্ধ কক্ষ হতে গত ০১ এপ্রিল উদ্ধার করে। পরে পুলিশ লাশটি অজ্ঞাত হিসাবে ময়না তদন্তের পর দাফন করে। সেই কক্ষ হতে পাওয়া সূক্ষ একটি আলামতের সূত্র ধরে হত্যার শিকার হওয়া ওই নারীর বাবাকে শনাক্ত করতে সক্ষম হয় পুলিশ। পরে তিনি (সেই নারীর বাবা) পাহাড়তলী থানার পুলিশের কাছে থাকা সেই নারীর হত্যার শিকার হওয়ার সময় পরিহিত কাপড় দেখে গত ২৬ এপ্রিল লাশটি শনাক্ত করেন।
সে সময় তিনি পুলিশকে জানান, গত ১৮ জানুয়ারি দুপুরে তার ২৮ বছর বয়সী মেয়েকে একই এলাকার পল্লব বর্মন অপহরন করে। এই ঘটনায় গাজীপুরের কালিয়াকৈর থানায় মামলা রেকর্ড করা হয়। গদ ২৮ এপ্রিল তারিখে বিভিন্ন জাতীয় দৈনিকে আলোচিত ঘটনা হিসাবে এই বিষয়ে সংবাদ প্রকাশিত হয়। এর পরপরই সিআইডি এই মামলার ছায়া তদন্তে নেমে আসামীর অবস্থান শনাক্ত করে। এরই সূত্র ধরে ভোরে টঙ্গী এলাকা থেকে হত্যা মামলার পলাতক আসামী পল্লব বর্মনকে গ্রেপ্তার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামী তার অপরাধ স্বীকার করেছে।
আসামীকে জিজ্ঞাসাবাদে জানা যায়, গত ০২ মার্চ তারিখ বিকালে সেই অপহৃত নারীকে বেলের শরবতের সাথে বিষ মিশিয়ে এবং তা তাকে পান করিয়ে হত্যা করা হয়।
প্রকৌশল নিউজ/এমআর