দুদকে ইউএনও'র বিরুদ্ধে লিখিত অভিযোগ দিলেন সিলেটের এমপি
দুদকের প্রধান কার্যালয়ে হাজির হয়ে নিজ এলাকার উপজেলা নির্বাহী কর্মকর্তার বিরুদ্ধে দুর্নীতির লিখিত অভিযোগ দিয়েছেন গণফোরাম থেকে নির্বাচিত সিলেট-২ আসনের সংসদ সদস্য মোকাব্বির খান। রোববার দুপুরে দুদকের প্রধান কার্যালয়ে হাজির হন সিলেট-২ আসনের সংসদ সদস্য মোকাব্বির খান।
তার নির্বাচিত এলাকা ওসমানীনগর উপজেলার ইউএনও তাহমিনা আক্তারের বিরুদ্ধেই লিখিত অভিযোগ জমা দেন দুদক চেয়ারম্যানের কাছে। সিলেটের ওসমানীনগরের উপজেলা নির্বাহী অফিসারের (ইউএনও) বিরুদ্ধে জমি অধিগ্রহণের নামে বিপুল পরিমাণ অর্থ হাতিয়ে নেয়ার অভিযোগ।
অভিযোগে বলা হয়, ওসমানীনগরে একটি সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজ প্রতিষ্ঠার সিদ্ধান্ত নেয় সরকার। উপজেলা হেড কোয়ার্টারে বিনা মূল্যে জমি দানে আগ্রহী ব্যক্তি থাকলেও, ইউএনও তাহমিনাসহ একটি প্রভাবশালী চক্র গোপনে প্রত্যন্ত অঞ্চলে জমি অধিগ্রহণ প্রক্রিয়া শুরু করে।
দুদকে অভিযোগ জমা দেয়ার পর সংসদ সদস্য মোকাব্বির দাবি করেন, বিপুল পরিমাণ সরকারি অর্থ হাতিয়ে নিতেই জমি অধিগ্রহণ শুরু করেন ইউএনও তাহমিনা।
তবে, গণমাধ্যম এ কাছে ওসমানীনগরের ইউএনও তাহমিনা আক্তার স্থানীয় সংসদ সদস্য মোকাব্বির খানের এসব এসব অভিযোগ উড়িয়ে দেন। তাহমিনা আক্তার বলেন, 'জমি অধিগ্রহণের এখতিয়ারই তার নেই।'
এমপি মোকাব্বিরের অভিযোগ অনুসন্ধানের জন্য আমলে নেয়া যায় কি-না, সেজন্য দুদক চেয়ারম্যানের দপ্তর থেকে সংস্থাটির যাচাই-বাছাই কমিটিতে পাঠানো হয়েছে।
প্রকৌশল নিউজ/এমআরএস