রাজধানীতে বিস্ফোরক দ্রব্যসহ গ্রেপ্তার ৩
রাজধানীর চকবাজার ও যাত্রাবাড়ি এলাকায় পৃথক অভিযান চালিয়ে বিপুল পরিমাণ বিস্ফোরক দ্রব্যসহ তিন জনকে গ্রেপ্তার করেছে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।
গ্রেফতারকৃতরা হলেন, তারক সেন (২৮), বিশ্বজিৎ দেব ওরফে মতু (৪০) ও স্বপন নন্দী (৪৫)। তাদের কাছ থেকে ৩ হাজার ৫ শ ৪৪ পিস বিভিন্ন ধরনের বিস্ফোরক জাতীয় দ্রব্য, ৪’টি মোবাইল ফোন ও নগদ ৭ হাজার ৫ শ ৫৫ টাকা উদ্ধার করা হয়।
মঙ্গলবার র্যাব-১০ এর কমান্ডিং অফিসার (অধিনায়ক) এ্যাডিশনাল ডিআইজি মাহফুজুর রহমান এসব তথ্য নিশ্চিত করেছেন।
এদিকে র্যাব-১০ এর এএসপি (মিডিয়া) এনায়েত কবীর সোয়েব জানান, সোমবার দুপুর আড়াই টার দিকে র্যাব- ১০ এর একটি দল রাজধানীর চকবাজার মডেল থানার চক সার্কুলার রোড মক্কা টাওয়ার এলাকায় অভিযান চালিয়ে ২ হাজার ৮শ’ ৬০ পিস বিভিন্ন ধরনের বিস্ফোরক জাতীয় দ্রব্যসহ তারক সেন ও বিশ্বজিৎ দেব ওরফে মতুকে গ্রেপ্তার করে। এসময় তাদের কাছ থেকে দু’টি মোবাইল ফোন ও নগদ ৬ হাজার ২০ টাকা উদ্ধার করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, গ্রেফতারকৃতরা বেশ কিছুদিন যাবৎ ঢাকাসহ আশপাশের এলাকায় বিস্ফোরকদ্রব্য সরবরাহ করে আসছিল।
এনায়েত কবীর সোয়েব আরও জানান, সোমবার বিকেল সোয়া তিনটার দিকে র্যাব- ১০ এর আরেকটি দল রাজধানীর যাত্রাবাড়ি থানা এলাকায় অভিযান চালিয়ে ৬শ’ ৮৪ পিস বিভিন্ন ধরনের বিস্ফোরক জাতীয় দ্রব্যসহ স্বপন নন্দীকে গ্রেপ্তার করে। এ সময় তার কাছ থেকে ২ টি মোবাইল ফোন ও নগদ- ১ হাজার ৫৩৫ টাকা উদ্ধার করা হয়। গ্রেপ্তারকৃতদর বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মামলা করা হয়েছে।
প্রকৌশল নিউজ/এমআরএস