৩৮৩ বোতল ফেন্সিডিলসহ একজন মাদক ব্যবসায়ী গ্রেফতার
রাজধানীর ধানমন্ডি থানাধীন ঝিগাতলা বাসষ্ট্যান্ড থেকে ৩৮৩ বোতল ফেন্সিডিলসহ মাইন উদ্দিন নামের এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাব-২।
মঙ্গলবার ভোরে রাজাধানীর ধানমন্ডির জিগাতলা বাসষ্ট্যান্ড সংলগ্ন জাপান বাংলাদেশ ফ্রেন্ডশীপ মেডিকেল সার্ভিসেস লি. এর সামন থেকে ফেন্সিডিলসহ গ্রেফতার করা হয়। সেসময় একটি লরী জব্দ হয়েছে। গ্রেফতারকৃত মাইন উদ্দিন নোয়াখালী কোম্পানিগঞ্জের চার কাকড়া এলাকার ওবায়দুল হকের ছেলে।
র্যাব-২ এর সহকারী পরিচালক (মিডিয়া) এএসপি আবদুল্লাহ আল মামুন জানায়, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, কুমিল্লা চৌদ্দগ্রাম এলাকা থেকে ট্রাকে করে মাদকের একটি বড় চালান নিয়ে ঢাকার মোহাম্মদপুর বা তার আশেপাশে এলাকায় হস্তান্তর করবে। প্রাপ্ত সংবাদের সত্যতা যাচাইয়ের জন্য র্যাবের আভিযানিক দল ভোর ৪টায় ধানমন্ডির জিগাতলা বাসষ্ট্যান্ড সংলগ্ন জাপান বাংলাদেশ ফ্রেন্ডশীপ মেডিকেল সার্ভিসেস লি. এর সামনে চেক পোস্ট স্থাপন করে বলে জানায় তিনি। একটি বড় লরী সন্দেহ হলে থামার জন্য সংকেত দিলে গাড়ির চালক চেক পোস্টের সামনে রাস্তার পাশে থামায়।
তিনি বলেন, লরী চালক মাইন উদ্দিন (৩৬) এর দেয়া তথ্য মতে গাড়ির চালকের সিটের পিছনে বিশেষ কায়দায় লুকিয়ে রাখা ৩৮৩ বোতল ফেন্সিডিল ও ১ বোতল বিদেশী মদ উদ্ধার করা হয়।
আসামীকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, সে বেশ কিছুদিন যাবত কুমিল্লার সীমান্ত পথ দিয়ে অবৈধভাবে বাংলাদেশে আসা ফেন্সিডিল ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে বিক্রয় ও সরবরাহ করে আসছিল বলে জানায় তিনি। জব্দকৃত মাদকদ্রব্যের মূল্য পাঁচ লক্ষ চুয়াত্তর হাজার পাঁচশত টাকা। গ্রেফতারকৃত মাইন উদ্দিনের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে বলেও জানান তিনি।