আধ্যাত্মিক শক্তিতে অফুরন্ত ধন সম্পদের মালিক!


প্রকৌশল প্রতিবেদক:
আধ্যাত্মিক শক্তিতে অফুরন্ত ধন সম্পদের মালিক!
  • Font increase
  • Font Decrease

রাজধানীর মতিঝিল থেকে প্রতারণার মাধ্যমে অর্থ হাতিয়ে নেওয়ার অভিযোগে মোঃ নুরুল হক ওরফে দাদা নামের একজন প্রতারককে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গোয়েন্দা লালবাগ বিভাগ।

বুধবার গোয়েন্দা লালবাগ বিভাগের সহকারী পুলিশ কমিশনার মোঃ ফজলুর রহমান জানান, মঙ্গলবার বিকাল সাড়ে ৪ টায় রাজধানীর মতিঝিল থানা এলাকায় বিশেষ অভিযান চালিয়ে এই প্রতারককে গ্রেপ্তার করে গোয়েন্দা লালবাগ বিভাগের অস্ত্র উদ্ধার ও মাদক নিয়ন্ত্রণ টিম।  

গোয়েন্দা লালবাগ বিভাগের সহকারী পুলিশ কমিশনার মোঃ ফজলুর রহমান বলেন, গ্রেপ্তারকৃত নুরুল হক নিজেকে একজন আধ্যাত্মিক শক্তির অধিকারী হিসেবে সাধারণ মানুষের নিকট জাহির করতেন। মানুষের বিশ্বাস অর্জনের জন্য তিনি বলতেন, সে দীর্ঘ ৪/৫ বৎসর জঙ্গলে ধ্যান করে আধ্যাত্মিক শক্তির অধিকারী হওয়ায় অফুরন্ত ধন সম্পদের মালিক হয়েছেন।

গ্রেপ্তারকৃত ব্যক্তির প্রতারণার কৌশল সম্পর্কে তিনি বলেন, প্রতারক নুরুল হক নিজেকে আগাম কর্পোরেশন, আগাম বহুমুখী ফার্ম, পিটি ট্রেড ইন্টারন্যাশনাল, এমএম এন্টারপ্রাইজ নামীয় বহু কোম্পানীর মালিক দাবি করতেন।

এই কোম্পানীগুলোর অধীনে তার বাবু নগর প্রকল্প, সোনা মনি নগর প্রকল্প, সরল পথ প্রকল্প, গাভী পালন প্রকল্প, এমএম মৎস খামরসহ শতাধিক প্রকল্প আছে বলে মিথ্যা প্রচারণা চালাতেন। এই প্রকল্প এবং কোম্পানীর সদস্য হইলে আর্থিকভাবে লাভবান হওয়ার প্রলোভন দেখাতেন। এভাবে তিন হাজার থেকে পনের হাজার টাকার বিনিময়ে সদস্য বানাতেন। এই সকল সদস্যদেরকে শাখা প্রধান, জোন প্রধান, হাই কমান্ড, পরিচালক ইত্যাদি পদ দেওয়ার মিথ্যা আশ্বাস দিয়ে কোটি কোটি টাকা হাতিয়ে নেন।  

তিনি আরো বলেন, দীর্ঘদিন অতিবাহিত হওয়ার পরও প্রতারণার স্বীকার ব্যক্তিরা নুরুল হকের নিকট লভ্যাংশের বা মূল টাকা ফেরত চাইলে সে তাদেরকে পিতলের ডিম, পিতলের দরজা ইত্যাদি বানিয়ে আনতে বলেন। তারপর তিনি তার আধ্যাত্মিক শক্তির দোহাই দিয়ে মন্ত্র পড়ে তাতে ফু ও হাত দিয়ে ছুয়ে দিতেন। এরপর, তা বাসায় রেখে প্রতিনিয়ত মোমবাতি প্রজ্জ্বলন করে গোলাপ জল দেওয়ার পরামর্শ দিতেন। এভাবেই তিনি সাধারণ মানুষের সাথে প্রতারণা করতেন। গ্রেপ্তারকৃতের বিরুদ্ধে দেশের বিভিন্ন থানায় একাধিক প্রতারণার অভিযোগের তথ্য পাওয়া যায়।

গ্রেপ্তারকৃতকে তুরাগ থানায় প্রতারণার অভিযোগে দায়ের করা মামলায় রিমান্ডের আবেদনসহ আদালতে পাঠানো হয়েছে।

প্রকৌশল নিউজ/এমআরএস