৫০ র্যাব ঊর্ধ্বতন কর্মকর্তাকে পুলিশে বদলি
একদিনেই পুলিশের এলিট ফোর্স বাহিনী র্যাপিট এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) এর ৫০ ঊর্ধ্বতন কর্মকর্তাকে পুলিশে বদলি করা হয়েছে। আইজিপি'র এই আদেশে জুনের ৪ তারিখে পুলিশে বদলি কৃত ইউনিটে যোগদান করতে বলা হয়েছে।
র্যাব হেডকোয়ার্টার ও বিভিন্ন ব্যাটালিয়নে দায়িত্বরত পুলিশের ঊর্ধ্বতন এই ৫০ কর্মকর্তাকে বদলি করে পুলিশে ফেরত পাঠিয়ে নতুন দায়িত্ব দেয়া হয়েছে।
বৃহস্পতিবার পুলিশ সদর দফতরের এক আদেশে তাদের বদলি করা হয়। বদলি হওয়া ৫০ জনের মধ্যে ১০ জন অতিরিক্ত পুলিশ সুপার এবং ৪০ জন সহকারী পুলিশ সুপার।
আদেশটিতে স্বাক্ষর করেন বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) ড. বেনজীর আহমেদ। তাদেরকে জেলা পুলিশের বিভিন্ন ইউনিট, পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই), পুলিশের স্পেশাল ব্রাঞ্চ (এসব) ও মেট্রোপলিটন পুলিশ সহ বিভিন ইউনিটে বদলি করা হয়েছে।
আদেশে বলা হয়, বদলি হওয়া অফিসারদের ৩ জুনের মধ্যে স্ট্যান্ড রিলিজ করে ৪ জুন পুলিশে যোগদান করার নির্দেশ দেয়া হলো।
প্রকৌশল নিউজ/এমআরএস/