সাতক্ষীরায় এক গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার


আবদুল্লাহ আল মামুন, সাতক্ষীরা প্রতিনিধি:
সাতক্ষীরায় এক গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার
  • Font increase
  • Font Decrease

সাতক্ষীরায় অন্ত:সত্ত্বা এক গৃহবধূ সালমা বেগম (৩৫) এর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। তিনি তালা উপজেলার জালালপুর ইউনিয়নের চর কানাইদিয়া গ্রামের রোস্তম গাজীর স্ত্রী।

শুক্রবার (২৮ মে) দুপুরে তার নিজ ঘর থেকে লাশ উদ্ধার করে পুলিশ।

এলাকাবাসী সূত্রে জানা গেছে, বেশ কিছুদিন ধরে সালমা ও তার স্বামীর মধ্যে পারিবারিক কলহ-বিবাদ চলে আসছিল। বৃহস্পতিবারও ঝগড়া মেটাতে সালিশী বেঠক হয়। হঠাৎ শুক্রবার জুম্মার নামাজ পড়ে আসার পর ঘরে তার লাশ পাওয়া যায়।

নিহতের পিতা গহর গাজী জানান, পারিবারিক কলহের জের ধরে হত্যা করে তাকে ঝুঁলিয়ে দেয়া হয়েছে। তার মেয়ে সালমা সাত মাসের অন্ত:সত্ত্বা ছিল। তার ৫ বছরের একটি ছেলে রয়েছে। প্রায়ই স্বামীর সাথে তার ঝগড়া হতো। তাকে মারধরও করতো। কয়েকবার সালিশী বেঠকও হয়েছে, কিন্তু কোন সমাধান হয়নি।

জালালপুর ইউপি চেয়ারম্যান এম মফিদুল হক লিটু বলেন, তিনি খবর শুনে উক্ত বাড়িতে গিয়ে ঝুলন্ত অবস্থায় লাশটি দেখেন। পরে থানা পুলিশকে বিষয়টি অবহিত করা হয়।

তালা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: মেহেদী রাসেল লাশটি উদ্ধারের বিষয়টি নিশ্চিত করে বলেন, এ ঘটনায় একটি ইউডি মামলা হয়েছে। ময়না তদন্তের জন্য লাশ সাতক্ষীরা মর্গে পাঠানো হবে। এটি হত্যা নাকি আত্মহত্যা ময়না তদন্ত রিপোর্ট আসার পর সেটি জানা যাবে। তবে এ সময় নিহত সালমার স্বামী রোস্তম গাজীকে বাড়িতে দেখা যায়নি।

প্রকৌশলনিউজ/সু