ই-কমার্স ভিত্তিক প্রতারক চক্রের ৬ সদস্য গ্রেফতার


প্রকৌশল নিউজ ডেস্ক :
ই-কমার্স ভিত্তিক প্রতারক চক্রের ৬ সদস্য গ্রেফতার
  • Font increase
  • Font Decrease

রাজধানীর কামরাঙ্গীরচর থানা এলাকা থেকে ই-কমার্স ভিত্তিক তিনটি প্রতারক চক্রের ৬ সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ বলে জানিয়েছেন গোয়েন্দা পুলিশের অতিরিক্ত কমিশনার এ কে এম হাফিজ আক্তার। এ সময় প্রতারণায় ব্যবহৃত বিপুল পরিমাণ সরঞ্জামাদি উদ্ধার করা হয়েছে।

সোমবার দুপুরে ডিএমপি মিডিয়া সেন্টারে এক সংবাদ সম্মেলনে এ কথা জানান তিনি। তিনি বলেন, রোববার রাতে কামরাঙ্গীরচরের পশ্চিম রসুলপুর এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করে সংঘবদ্ধ অপরাধ ও গাড়ি চুরি প্রতিরোধ টিম।

গ্রেফতারকৃতরা হলো, রকি বিশ্বাস (২৫), হেকমত আলী (২৭), কচিবুর রহমান (২২), শিমুল মন্ডল (২৭), আনিছুর রহমান শেখ (২৯) ও মাজহারুল ইসলাম (২৪)।

গ্রেফতারের সময় তাদের হেফাজত থেকে প্রতারণার কাজে ব্যবহৃত এসএ পরিবহন পার্সেল এন্ড কোচ সার্ভিসের বুকিং মেমো ২০২টি, পণ্য বিক্রয়ের ক্যাশ মেমো ১১৭টি, ৪৬ জোড়া বিভিন্ন রংয়ের ব্যবহারের অযোগ্য জুতা, ১০টি চার্জার, ০১টি ল্যাপটপ, ১৫টি বিভিন্ন পণ্যের বুকিং ফেরতযোগ্য বক্স, ১২টি বিভিন্ন মডেলের ব্যবহারের অযোগ্য মোবাইল ফোন ও ব্যবহারযোগ্য ১৪টি মোবাইল ফোন উদ্ধার করা হয় ।