আইনজীবী সমিতির সাবেক সভাপতি এড. শাহ আলমের নামে মামলা
সাতক্ষীরা জেলা আইনজীবী সমিতির সদ্য সাবেক সভাপতি এড. এম শাহ আলমের নামে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা হয়েছে। মামলার বাদী সাতক্ষীরা জজ কোটের পিপি এড. আব্দুল লতিফ।
বুধবার সাতক্ষীরা সদর থানায় মামলাটি রেকর্ড করা হয়। মামলা নং ৫৪। ডিজিটাল নিরাপত্তা আইনের ২৯ (১), ৩১ (১) ও ৩১ (২) ধারায় মামলাটি করা হয়।
মামলার এজাহারে বলা হয়েছে, গত ২৬ এপ্রিল বেলা ১২ টা ১০ মিনিটের সময় সাতক্ষীরা দায়রা জজ (ভার্চুয়াল) আদালতে জুমের মাধ্যমে যুক্ত হয়ে ভার্চুয়াল কেস নং ১২৯/২১ এর জামিন শুনানীতে অংশ নেন পিপি এড. আব্দুল লতিফ। তিনি জামিনের বিরোধীতা করে বক্তব্য দেন।
এক পর্যায়ে বেলা ১ টা ১৫ মিনিটের সময় মামলার আসামী পক্ষের আইনজীবী এড. এম শাহ আলম, পিপি এড. আব্দুল লতিফের উপর ক্ষিপ্ত হয়ে তাকে সামাজিকভাবে হেয় প্রতিপন্ন করা ও মানহানী করার লক্ষে বলেন যে, “শালা দালাল, বাটপারি করার জায়গা পাসনা, তুই সব মামলায় বিরোধীতা করিস, শুয়ারের বাচ্চা তোকে দেখে নেব, খাটাল লতিফ, জাল সনদ নিয়ে তোর ধরেছিলাম, মিথ্যা প্রমান হলেও তোকে ছাড়বো না, পিপি গিরি ঘুচিয়ে দেব” ইত্যাদী বক্তব্য পেশ করেন।
যা স্বাক্ষীরা ছাড়াও সাতক্ষীরার বিজ্ঞ দায়রা জজ (ভার্চুয়াল) শেখ মফিজুর রহমান শ্রবন করেছেন।