হাজারীবাগে জমি সংক্রান্ত বিরোধ : হামলায় গুলিবিদ্ধসহ আহত ৩


প্রকৌশল প্রতিবেদক :
হাজারীবাগে জমি সংক্রান্ত বিরোধ : হামলায় গুলিবিদ্ধসহ আহত ৩
  • Font increase
  • Font Decrease

রাজধানীর হাজারীবাগে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে প্রতিপক্ষের হামলায় একজন গুলিবিদ্ধসহ তিন জন আহত হয়েছেন। 

আহতরা হচ্ছেন, গুলিবিদ্ধ মামুন (৩২), তার ভাই সুমন (৩৪) ও তাদের আত্মীয় ফরিদা বেগম (৫০)। আহতরা ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন।

শুক্রবার (৪ জুন) দুপুর পোনে একটায় ঘটনাটি ঘটে। 

আহত সুমন জানান, তার ছোট ভাই মামুন মুদি দোকানি। হাজারীবাগ  গজমহল তাদের বাসা। তাদের বাব চাচাদের চার কাঠা জায়গা রয়েছে সেখানে।  সেখান থেকে দুই  চাচা আলী আকবর ও আলী আহামদ এর কাছ থেকে এক কাঠা করে দুই কাঠা জমি হাসেম মোল্লা নামে এক ব্যাক্তি কিনেছেন। 

তিনি বলেন, যাদের থেকে কিনেছেন তাদের জায়গা না নিয়ে পাশাপাশি আরেক জনের জায়গা জোরপূর্বক দখল করে নিতে চাচ্ছিলেন ঐ হাসেম মোল্লা। তিনি যে অংশ দু'জনের কাছ থেকে  কিনিছেন সে যায়গা টি পাশাপাশি ছিল না। এ নিয়ে বিরোধ চলছিল। তার কারণে হাসেম মোল্লা তার ভাড়াটে স্থানীয় চিহ্নিত সন্ত্রাসী রফিক সহ ৮/১০ জনকে পাঠায় যেন তারা জোরপূর্বক আমাদের জায়গা দখলে নিতে পারে। তাতে আমরা বাধা দিতে গেলে সেই সন্ত্রাসী বাহিনী আমাদের কে মারধর করে এবং গুলি চালায়। 

ঢামেক পুলিশ ক্যাম্পের পুলিশ পরিদর্শক বাচ্চু মিয়া জানান, গুলিবিদ্ধ মামুন চিকিৎসাধীন রয়েছে। আহত দুজন প্রাথমিক চিকিৎসা নিয়েছে।