সাতক্ষীরা সীমান্তে মানব পাচারকারীসহ আটক ৩


আবদুল্লাহ আল মামুন, সাতক্ষীরা প্রতিনিধি :
সাতক্ষীরা সীমান্তে মানব পাচারকারীসহ আটক ৩
  • Font increase
  • Font Decrease

ভারত থেকে অবৈধ উপায়ে দেশে প্রবেশকারী ও মানব পাচারকারীসহ আরও ৩ জনকে আটক করেছে বাংলাদেশ বর্ডার গার্ড (বিজিবি)। 

শনিবার (৫ জুন) সাতক্ষীরা ৩৩ বিজিবি’র আওতাধীন কুশখালী এলাকার অভিযান কালে তাদের আটক করা হয়।

করোনার ভারতীয় ভ্যারিয়েন্টের সংক্রমণ প্রতিরোধে সাতক্ষীরা সীমান্তে বিজিবি’র অভিযান অব্যাহত থাকায় সাতক্ষীরা ৩৩ বিজিবি’র আওতাধীন কুশখালী এলাকার অভিযানে ভারত থেকে চোরাই পথে দেশে প্রবেশ ও মানব পাচারের সময় তাদের আটক করা হয়। বিজিবি’র উপস্থিতি টের পেয়ে আরো দুই পাচারকারী দ্রুত পালিয়ে যায়। এ নিয়ে গত ২৮ এপ্রিল থেকে এ পর্যন্ত পাচারকারীসহ মোট ৩৩ জনকে আটক করা হলও বলে জানায় বিজিবি।

এদিকে, চলমান অভিযানে আটককৃতদের সাতক্ষীরা সদর উপজেলার পদ্মশাখরা প্রাথমিক বিদ্যালয় এবং কলারোয়া উপজেলার সোনাবাড়ীয়া প্রাথমিক বিদ্যালয়ের কোয়ারেন্টাইন সেন্টারে প্রেরণ করা হয়েছে। কোয়ারেন্টাইন শেষে আটককৃত নাগরিকদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের নিমিত্তে সংশ্লিষ্ট থানায় সোপর্দ করা হবে।

অপরদিকে বর্তমান করোনভাইরাসের সংক্রমণ নিয়ন্ত্রণের লক্ষ্যে কলারোয়া থানার সীমান্ত এলাকার সোনাই নদীতে মাছ ধরা, গোসল করা এবং সন্ধ্যা ৭টার পরে জনসাধারণের অবাধ চলাফেরা ও দোকান পাট বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে।

আটক পাচারকারী কলারোয়ার সোনাবাড়িয়া গ্রামের মোশারফ হোসেনের ছেলে হাসানুর রহমান (২৩)। এ সময় পালিয়ে যায় কলারোয়ার ৬নং সোনাবাড়িয়া ইউনিয়নের সংরক্ষিত ওয়ার্ড সদস্য রোকসানা পারভীনের স্বামী রসুল (৫৫) এবং সাতক্ষীরার কুশখালী ছয়ঘরিয়া গ্রামের সাত্তার মোল্লার ছেলে খায়রুল ইসলাম (৪০)।

পাচারকারীর কবল থেকে উদ্ধার হওয়া দুই নারী নারায়নগঞ্জ জেলার সাতগ্রাম গ্রামের তরুণী (২২) এবং শরীয়তপুর জেলার চর গাজীপুর গ্রামের তরুণী (২৬)।

বিজিবি সাতক্ষীরা ৩৩ ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্নেল মোহাম্মদ আল-মাহমুদ সীমান্তের অভিযানসহ আটকের বিষয়টি নিশ্চিত করেছেন।

প্রকৌশল নিউজ/সু