অন্যে'র বাড়ির ছবি তুলে বিক্রির বিজ্ঞাপন!
রাজধানীর গুলশানে ভুয়া বাড়ির মালিক সেজে প্রতারণার ঘটনায় জড়িত থাকার অভিযোগে দুইজনকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গোয়েন্দা সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন বিভাগ।
গ্রেপ্তারকৃতরা হলো- মোঃ খলিলুর রহমান ও আবু সাঈদ। গ্রেফতারের সময় তাদের হেফাজত হতে প্রতারণার কাজে ব্যবহৃত ০৩ মোবাইল উদ্ধার করা হয়।
উল্লেখ্য, গত ২৬ মে সকাল ১০ টা ৪৭ মিনিটে জনৈক ফারহা হোসেন আলম (৬১) www.bikroy.com ওয়েব সাইটে দেখতে পান, গুলশানে অবস্থিত তার নিজ বাড়ি হেনা কুঞ্জ এর ছবি তুলে প্রতারক চক্র ভুয়া মালিক সেজে বিক্রয়ের উদ্দেশ্যে বিভিন্ন লিংকে পোষ্ট দেয়। বিক্রয়ের বিজ্ঞপ্তিতে প্রতারক চক্র তাদের মোবাইল নাম্বার দেন। উক্ত মোবাইল নাম্বারে উৎসুক বাড়ির ক্রেতারা যোগাযোগ করেন। প্রতারক চক্রের সদস্যরা সুকৌশলে ভুয়া বাড়ির মালিক সেজে প্রতারণার মাধ্যমে তাদের নিকট হতে অর্থ আত্মসাৎ করে। ক্রেতারা বাড়ির ক্রয়ের উদ্দেশ্যে গুলশানে আসলে তারা প্রতারিত হয়েছে মর্মে বুঝতে পারেন। এ ঘটনায় গুলশান থানায় মামলা হয়। মামলাটি তদন্ত শুরু করে গোয়েন্দা সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন বিভাগ।
ফাইন্যান্সিয়াল ক্রাইম ইনভেস্টিগেশন টিমের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মহিদুল ইসলাম বলেন, মামলাটি তদন্তকালে তথ্য প্রযক্তির সহায়তায় গ্রেপ্তারকৃতদের অবস্থান সনাক্ত করা হয়। অতঃপর রোববার বিকাল ৫ টা ৫০ মিনিটে গুলশান এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেপ্তার করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে প্রাপ্ত তথ্য সম্পর্কে তিনি বলেন, গ্রেফতাকৃতরা www.bikroy.com সহ আরও বিভিন্ন ওয়েবসাইট ব্যবহার করে বাড়ির মালিকের বিনা অনুমতিতে বাড়ির ছবির বিজ্ঞাপন দিয়ে বিভিন্ন লোকজনের নিকট হতে অর্থ আত্মসাৎ করত।
গ্রেপ্তারকৃতদের রিমান্ডের আবেদনসহ আদালতে পাঠানো হয়েছে মর্মে গোয়েন্দা এ কর্মকর্তা জানান।
প্রকৌশল নিউজ/এমআরএস