তেলের ট্যাংক লরিতে গাঁজা!
জ্বালানী বহনকারী ট্যাংক লরি, বহন করার কথা জ্বালানী, ট্যাংক পূর্ণ থাকবে জ্বালানীতে, এটাই স্বাভাবিক নিয়ম। কিন্তু সেই ট্যাংক থেকে বের হচ্ছে একের পর এক গাঁজার বস্তা। যার পরিমান ৩৬ কেজি।
প্রাইভেটকারের পেছনের গ্যাস সিলিন্ডার, গাড়িকে যোগান দিবে গ্যাস, কিন্তু সেই সিলিন্ডারে বহন হচ্ছে ইয়াবা। এমন দুটি অভিনব কায়দায় মাদক বহনকালে বুধবার পৃথক দুটি অভিযান চালিয়ে ৫ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ(ডিএমপি) এর গোয়েন্দা গুলশান বিভাগ।
গ্রেপ্তারকৃতরা হলো মোঃ রিগান খাঁন(২৭), মোঃ জাকির হোসেন(২৪), মোঃ খোকন মৃধা(২৬), মোঃ জনি খান(২৫) ও মোঃ হৃদয় শিকদার(২১)।
বৃহস্পতিবার ডিবি গুলশান বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার গোলাম সাকলায়েন জানান, কতিপয় মাদক ব্যবসায়ী কক্সবাজার থেকে ঢাকা হয়ে গাজীপুরের উদ্দেশ্যে অভিনব কৌশলে প্রাইভেট কারের মধ্যে ইয়াবা নিয়ে আসছে মর্মে তথ্য পাই। এমন তথ্যের ভিত্তিতে বুধবার সাড়ে ৫টায় যাত্রাবাড়ী থানার রায়েরবাগের ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে চেকপোস্ট স্থাপন করে গাড়ি তল্লাশিকালে নম্বরবিহীন প্রাইভেটকারসহ জনি খান ও হৃদয় শিকদারকে গ্রেপ্তার করা হয়।
তিনি আরো বলেন, গ্রেপ্তারকৃতদের দেখানো মতে প্রাইভেটকারের পিছনের ব্যাক ডালায় সংযুক্ত খালি গ্যাস সিলিন্ডারের ভিতর হতে বিশেষ কায়দায় পলিথিনে মোড়ানো অবস্থায় ২০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়।
একই দিন ৪টা ৪০ মিনিটে অপর এক অভিযানে ক্যান্টনমেন্ট থানার শেওড়া বাসস্ট্যান্ড বটতলা হতে জ্বালানি তেল বহনকারী ট্যাংক লরীর মধ্যে ৩৬ কেজি গাঁজা বহনকালে রিগান, জাকির ও খোকনকে গ্রেফতার করা হয়। তারা এই বিপুল পরিমান গাঁজা বি-বাড়ীয়া জেলার সীমান্তবর্তী এলাকা হতে বিক্রির উদ্দেশ্যে ঢাকায় নিয়ে আসছিলো বলেন ডিবির এই কর্মকর্তা।
প্রকৌশল নিউজ/এমআরএস