জরুরি পণ্য পরিবহণে মাদক চোরাচালান হচ্ছে : র্যাব
কঠোর লকডাউন পুঁজি করে জরুরি পণ্য পরিবহণের আড়ালে অসাধু কিছু মাদক ব্যবসায়ী মাদক পরিবহণ করছে বলে জানিয়েছেন র্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন।
রোববার (৪ জুলাই) দুপুরে রাজধানীর উত্তরায় লকডাউন চলাকালীন সময়ে বিধিনিষেধ অমান্য করে চলাচলা করা যানবাহনের বিরুদ্ধে মোবাইল কোর্ট পরিচালনা পরিদর্শন শেষে সাংবাদিকদের এ কথা জানান তিনি।
তিনি বলেন, গতকাল রাতে রংপুর এবং চট্টগ্রাম থেকে বিপুল পরিমাণ মাদক দ্রব্য আটক করা হয়েছে। এসময় কয়েকজন মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে।
তিনি আরও বলেন, লকডাইনের আজ চতুর্থ দিন চলছে। যারা বিনা কারণে ঘর থেকে বের হয়েছে তাদের বিরুদ্ধে অভিযান চালিয়ে এ পর্যন্ত প্রায় ৭শ' মামলা করা হয়েছে। আর প্রায় ৬ লাখ টাকা জরিমানাও করা হয়।
র্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক বলেন, যারা পড়ামহল্লায় ঘোড়াঘুড়ি করবে তাদের বিরুদ্ধেও অভিযান চালানো হবে।