কিশোর গ্যাং ‘লাভ লেন’ গ্রুপের ৫ সদস্য গ্রেফতার


প্রকৌশল প্রতিবেদক :
কিশোর গ্যাং ‘লাভ লেন’ গ্রুপের ৫ সদস্য গ্রেফতার
  • Font increase
  • Font Decrease

রাজধানীর হাজারীবাগ থেকে ডাকাতির প্রস্তুতিকালে কিশোর গ্যাং ‘লাভ লেন’ গ্রুপ এর ৫ সদস্যকে দেশীয় অস্ত্রসহ গ্রেপ্তার করেছে র‌্যাব-২।

সোমবার দুপুরে র‌্যাব-২ থেকে আরো জানানো হয়, রোববার রাতে হাজারীবাগ থানা এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে ‘লাভ লেন’ গ্রুপের  আব্দুল মালেক , মো. শরিফ ইসলাম, মোঃ রায়হান হোসেন,  রফিক মিয়া ও মো. রাকিব হোসেনকে ৪টি ছুরি, ১টি লোহার পাইপ, ৭টি ব্যবহৃত মোবাইলফোনসহ গ্রেপ্তার করা হয়।

র‌্যাব জানায়, আটককৃতরা স্থানীয়ভাবে পরিচিত কিশোর গ্যাং ‘লাভ লেন’ গ্রুপ সক্রিয় ভাবে পরিচালনা করে আসছিল। এই গ্রুপের সদস্যরা ছিনতাই ছাড়াও মাদক সেবন, খুচরা মাদকের ব্যবসা, চাঁদাবাজি, ইভটিজিং, পাড়ায়-মহল্লায় মারামারি এবং স্থানীয় ভূমিদস্যুদের পক্ষে অপদখলীয় জমিতে গিয়ে পেশীশক্তির মহড়া প্রদর্শনসহ নানা অপকর্মের সঙ্গে জড়িত। প্রায়শই তারা এলাকায় প্রভাব বিস্তারকল্পে দলবদ্ধ হয়ে সংঘাত সৃষ্টি ও ভয়ভীতি দেখিয়ে ত্রাসের পরিবেশ সৃষ্টি করে।

এই গ্রুপের সদস্যদের বিরুদ্ধে হাজারীবাগ ও জিগাতলা এলাকায় বিভিন্ন বাসা বাড়িতে প্রবেশ করে মহিলাদের শ্লীলতাহানি, হত্যার চেষ্টা এবং চুরির অভিযোগ রয়েছে।

প্রকৌশল নিউজ/এমআরএস