মাইক্রোবাস চুরি করে অ্যাম্বুলেন্সে রূপান্তর!


প্রকৌশল প্রতিবেদক :
মাইক্রোবাস চুরি করে অ্যাম্বুলেন্সে রূপান্তর!
  • Font increase
  • Font Decrease

রাজধানীর ওয়ারী থানা এলাকায় অভিযান চালিয়ে একটি চোরাই মাক্রোবাসসহ একজনকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) এর গোয়েন্দা তেজগাঁও বিভাগ। গ্রেপ্তারকৃতের নাম মোঃ হাসান। শনিবার রাত পৌনে ১০ টায় ওয়ারী থানার ওয়্যার স্ট্রিট এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে গোয়েন্দা তেজগাঁও বিভাগের সংঘবদ্ধ অপরাধ, গাড়ি চুরি প্রতিরোধ ও উদ্ধার টিম।

রোববার সংঘবদ্ধ অপরাধ, গাড়ি চুরি প্রতিরোধ ও উদ্ধার টিমের সহকারী পুলিশ কমিশনার হাসান মুহাম্মদ মুহতারিম বলেন, কতিপয় দুষ্কৃতিকারী ওয়ারী থানার ওয়্যার স্ট্রিট এলাকায় একটি মাক্রোবাসকে অ্যাম্বুলেন্স হিসেবে ব্যবহার করে রোগী পরিবহন করার কাজে ব্যবহার করছে এমন তথ্যের ভিত্তিতে উক্ত স্থানে অভিযানে পরিচালনা করে চোরাই মাইক্রোবাসসহ (অ্যাম্বুলেন্স) হাসানকে গ্রেপ্তার করা হয়।

তিনি আরও বলেন, গ্রেপ্তারকৃত হাসান চোরাই টয়েটা হাইস মাইক্রোবাস এর ইঞ্জিন ও চেসিস নাম্বার পরিবর্তনসহ মডিফিকেশনের মাধ্যমে অ্যাম্বুলেন্সে রূপান্তর করে রোগী পরিবহনের কাজে ব্যবহার করে আসছিল।

গ্রেপ্তারকৃতের বিরুদ্ধে ওয়ারী থানায় মামলা হয়েছে বলে জানান পুলিশের এ গোয়েন্দা কর্মকর্তা।

প্রকৌশল নিউজ/এমআরএস