শিক্ষা কর্মকর্তার দুর্নীতির প্রতিবাদে মানববন্ধন ও প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি


মোঃ ফেরদাউছ মিয়া,পলাশবাড়ী (গাইবান্ধা) প্রতিনিধি:
শিক্ষা কর্মকর্তার দুর্নীতির প্রতিবাদে মানববন্ধন ও প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি
  • Font increase
  • Font Decrease

গাইবান্ধার পলাশবাড়ীতে প্রাথমিক শিক্ষা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) একেএম আঃ ছালাম এর অনিয়ম-দুর্নীতির প্রতিবাদে পলাশবাড়ী প্রেসক্লাবের আয়োজনে মানববন্ধন করে সাংবাদিকরা। মানববন্ধন শেষে উপজেলা নির্বাহী অফিসারের মাধ্যমে মাননীয় প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান করা হয়েছে। 

বুধবার সকাল ১১টায় শহরের বিশাল মানববন্ধন স্থানীয় চৌমাথা মোড়ে অনুষ্ঠিত হয়। 

গত ২৪ ডিসেম্বর-২০২০ শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালকের নির্দেশক্রমে উপ-পরিচালক (পলিসি ও অপারেশন) মীর্জা মোঃ হাসান খসরু এবং গাইবান্ধা জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ হোসেন আলী পলাশবাড়ী শিক্ষা অফিসার একেএম আঃছালামের অনিয়ম- দুর্নীতির তদন্ত করেন। 

এসময় অভিযোগকারী ও প্রেসক্লাব সাংবাদিকবৃন্দ দুর্নীতির প্রমানক হিসেবে ৩২৭ পাতার একটি ডকুমেন্ট ফাইল, ৩টি ভিডিও ফুটেজের ১টি সিডি পলাশবাড়ী প্রেসক্লাবের পক্ষ হতে তদন্তকারী কর্মকর্তার নিকট হস্তান্তর করা হয়। 

পলাশবাড়ী উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা একেএম আঃ ছালাম  দীর্ঘসময় পর আত্মসাৎকৃত প্রায় ১০ লাখ টাকা সরকারী কোষাগারে ফেরৎ দেন। 

এদিকে তদন্তের দীর্ঘদিন অতিবাহিত হলেও দুর্নীতিবাজ উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তার বিরুদ্ধে কোন আইনানুগ কিংবা বিভাগীয় ব্যবস্থা গ্রহণ করা হয়নি। এর প্রতিবাদে ১০ ফেব্রুয়ারী বুধবার সকাল ১১টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত পলাশবাড়ী চৌমাথা মোড়ে এ মানবন্ধন অনুষ্ঠিত হয়। 

পলাশবাড়ী প্রেসক্লাব সভাপতি রবিউল হোসেন পাতার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম রতনের পরিচালনায় দেড় ঘন্টা ব্যাপী মানববন্ধনে প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে বক্তব্য রাখেন, বাংলাদেশ সসরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষক সমিতির গাইবান্ধা জেলা আহ্বায়ক মিজানুর রহমান মিজান,পলাশবাড়ী উপজেলা শাখার সভাপতি মঞ্জুরুল ইসলাম মঞ্জু, উপজেলা ছাত্রলীগ নেতা মোস্তাকিম সরকার বাবলা, আ’লীগ নেতা ওমর ফারুক, পলাশবাড়ী পৌর প্যানেল মেয়র ও গাইবান্ধা বাস,মিনিবাস,মাইক্রোবাস শ্রমিক ইউনিয়নের সভাপতি আব্দুস সোবহান মন্ডল বিচ্চু, ছাত্রকল্যান পরিষদের সভাপতি মিজানুর রহমান নিক্সন,প্রেসক্লাবের সাবেক সভাপতি ও সাপ্তাহিক অনড় পত্রিকার সম্পাদক শাহ আলম সরকার, প্রেসক্লাব সহ-সভাপতি ফেরদাউছ মিয়া, নুরুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক হাসিবুর রহমান স্বপন, দপ্তর সম্পাদক রবিউল ইসলাম, সাংবাদিক আশরাফুল ইসলাম, নুরুজ্জামান সরকার, শাহরিয়াক কবীর আকন্দ, শাহারুল ইসলাম প্রমূখ।

মানববন্ধনে সাংবাদিক, শিক্ষক-শিক্ষিকা, শিক্ষার্থী,শ্রমিক,ব্যবসায়ী ও রাজনৈতিক ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। মানববন্ধন শেষে পলাশবাড়ী উপজেলা নির্বাহী অফিসারের মাধ্যমে মাননীয় প্রধানমন্ত্রী বরাবরে স্মারকলিপি প্রদান করা হয়।