কালিয়ায় যুবকদের মাঝে ক্রীড়া সামগ্রী বিতরণ


প্রকৌশল প্রতিবেদক :
কালিয়ায় যুবকদের মাঝে ক্রীড়া সামগ্রী বিতরণ
  • Font increase
  • Font Decrease

খানকাহপাড়া পীরওলি,কালিয়া,নড়াইল সবুজ সংঘের মহাসচিব জনাব মাসুম খান, মহল্লার যুবদের ফুটবল ও ক্রিকেট খেলার সামগ্রী প্রদান করেছেন। মহামারী করোনা'র কারণে, সারাদেশে যখন স্কুল কলেজসহ সকল শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ, তখন তাদের মানষিক মনোবল যাতে নষ্ট না হয় তাই এই উদ্যোগ বলে জানান তিনি। 

এসময় উপস্থিত ছিলেন সবুজ সংঘের সভাপতি তানভীর হাসান বাপ্পি, মোহাম্মদ রাহাত হসেন, যুগ্ম দপ্তর সম্পাদক রাফিন জোয়ার্দার, যুগ্ন অর্থ সম্পাদক এইস এম রোহান, যুগ্ম প্রযুক্তি সম্পাদক সদস্য নাজমুস সাকিব, রিয়জ শেখ, এজাজ শেখ, হামিম শেখ, রিমান শেখ,অনিক শেখ, সাব্বির শেখ, প্রিন্স, পারভেজ  ও খানকাহ পাড়া সবুজ সংঘের ভ্রমণ বিষয়ক সম্পাদক জনাব মোহাম্মদ আলফাজ শেখসহ স্থানীয় ব্যাক্তিরা।