ফ্রি ডেন্টাল ক্যাম্পেইন করলো জেসিআই ঢাকা এমিনেন্ট


নিজস্ব প্রতিবেদক:
ফ্রি ডেন্টাল ক্যাম্পেইন করলো জেসিআই ঢাকা এমিনেন্ট
  • Font increase
  • Font Decrease

দিনব্যাপী ফ্রি ডেন্টাল ক্যাম্পেইন কার্যক্রম করেছে জেসিআই ঢাকা এমিনেন্ট। বুধবার সকাল থেকে রাজধানীর আদাবরে জেসিআই ঢাকা এমিনেন্ট আয়োজন করলো “বেয়ন্ড দ্যা ব্রাশ” কার্যক্রম । এই কার্যক্রম চলে দুপুর ১২.০০ টা থেকে রাত ৮.০০টা পর্যন্ত। উক্ত ক্যাম্পেইনে বিনামূ্ল্য সুবিধাবঞ্চিত এবং শিক্ষার্থী ও জেসিআই ঢাকা এমিনেন্টের মেম্বারসহ প্রায় ১০০ জনকে ডেন্টাল চেকআপ করানো হয়। 

এই কর্মসূচির উদ্বোধন করেন জেসিআই ঢাকা এমিনেন্টের ২০২৫ এর লোকাল প্রেসিডেন্ট মৌনতা আলম।

মৌনতা আলম বলেন, সাধারণ মানুষেরা সব সময় অন্যান্য চিকিৎসা নিলেও দাঁতের চিকিৎসা ঠিক ভাবে নেয় না। তাই সমাজের সুবিধাবঞ্চিত মানুষ এবং সদস্যদের জন্য এই কর্মসূচির আয়োজন করা হয়েছে। পর্যায়ক্রমে এই কর্মসূচি আরো বাড়ানো হবে বলেও জানান তিনি।

তিনি বলেন, জেসিআই ঢাকা এমিনেন্ট পর্যায়ক্রমে দেশের প্রান্তিক মানুষের জন্য কাজ করবে। সামনের সুবিধা বঞ্চিত নারী পুরুষের জন্য আরো কিছু নতুন কর্মসূচি হাতে নেয়া হয়েছে বলেও জানান তিনি।

এসময় আরও উপস্থিত ছিলেন জেসিআই ঢাকা এমিনেন্টের ২০২৫ এর জেনারেল লিগ্যাল কাউন্সিল আলামিন রকি , ২০২৫ এর লোকাল ট্রেজারার শারমিন অবনী, ২০২৫ এর লোকাল ট্রেনিং কমিশনার সিকান্দার বাপ্পী এবং জেনারেল মেম্বার ডা. তাজরীন রহমানসহ সাধারণ সদস্যরা ।